পূর্ব বর্ধমানে সংঘ প্রধানের সভা নিয়ে নির্দেশ আদালতের

পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। আদালত সূত্রে খবর, রবিবার অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ওই সভা রয়েছে। সেদিন স্কুল খোলা থাকবে না। পরীক্ষাও নেই। সেজন্য শর্তসাপেক্ষে ওই সভার অনুমতি দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তবে বিচারপতি নির্দেশ দিয়েছেন, কোনও পরীক্ষার্থীর যাতে সমস্যা না হয়, সেটা দেখার দায়িত্ব মামলাকারীর।

আদালত সূত্রে এ খবরও মিলেছে যে, শুক্রবার শুনানির সময় মামলাকারীর আইনজীবী এদিন বলেন, ‘সাই কমপ্লেক্সের মাঠ ৫০ বিঘা জমি জুড়ে। ১-২ কিমির মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই কোনও অনুমতি চাওয়ার দরকার নেই। মোহন ভাগবত আসবেন। এসডিও-কে চিঠি দিয়ে জানানো হয়, লাউড স্পিকার ব্যবহার করা হবে। এদিকে বৃহস্পতিবার জানানো হয় যে, কোনও সাউন্ড বক্স ব্যবহার করলে সভার অনুমতি বাতিল হবে। অথচ কিছু লিখিত দেওয়া হয়নি। কোনও সাইলেন্স জোন নেই সেখানে। আমরা পরে জানাই, কোনও লাউড স্পিকার ব্যবহার করব না।’

এরপরই বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, কতজন আসবেন ওই সভায়। যেখানে সভা হচ্ছে, সেটা মার্ক করা হয়েছে কি না সে ব্যাপারেও। উত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতের একটি নির্দেশের কথা উল্লেখ করেন। যেখানে বলা হয়েছিল, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় মাইক ব্যবহার করা যাবে না। তিনি জানা, দুটি স্কুল আছে ওই চত্বরের দুই কিমির মধ্যে।

এরপরই বিচারপতির প্রশ্ন করেন, ‘যদি মাইক ব্যবহার না করা হয়? ৫০০ মিটারের বাইরে স্কুল। কোথায় অসুবিধা? মাত্র পনেরো মিনিট হবে সভা।’ এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, ‘৪৫টি মাইক ব্যবহার করা হচ্ছে ওই সভায়। শব্দ নিয়ন্ত্রণ করবে কে?’

বিচারপতি অমৃতা সিনহা এরই প্রেক্ষিতে বলেন, সেই কারণেই তিনি সভা সম্পর্কে জানতে চাইছেন। কত বড় সভা হবে তা জানতে চান বিচারপতি। জানতে চান মাইকে কত ডেসিবল ব্যবহার করা হচ্ছে, সেটা দেখার দায়িত্ব কার বা তা কে প্রয়োগ করবে সে ব্যাপারেও। এরপরই বিচারপতি সিনহা এও বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেখা উচিত। রেগুলেট করে দিন। যাতে শব্দ সীমার বাইরে না যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 15 =