নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের পর কুন্তল ঘোষের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতিও পেল সিবিআই। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত সন্দীপের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
মাস দুই আগে কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন করে সিবিআই। এদিন বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য পাওয়া গিয়েছে। তার জন্য কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ খুবই প্রয়োজনীয়। এরপর সিবিআইয়ের আবেদন মেনে নেয় বিশেষ সিবিআই আদালত। আগামী ১৮ ফেব্রুয়ারি কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিবিআই।
২০২২ সালের জুলাইয়ে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়েন। তারপর একের পর এক তৃণমূলের নেতা, বিধায়কদের ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছেন হুগলির যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তলও। ২০২৩ সালের জানুয়ারিতে তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ ওঠে। সেই অভিযোগ ওঠার পরই কুন্তলকে দল থেকে বহিষ্কার করে রাজ্যের শাসকদল। প্রায় ২৩ মাস পর সিবিআইয়ের মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান তিনি। তার আগে কলকাতা হাইকোর্টে ইডির মামলায় জামিন পেয়েছেন। জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।
এদিন বিশেষ সিবিআই আদালতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। সেই মামলাতেই সিবিআই জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়া গিয়েছে। তাই, কুন্তলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ প্রয়োজন। আদালত সেই অনুমতি দিল। এবার কণ্ঠস্বরের নমুনা থেকে সিবিআই কোন তথ্য মিলিয়ে দেখে, সেটাই এখন দেখার।