বাইপাস সংলগ্ন গ্যারাজে আগুন

অগ্নিকাণ্ড বাইপাস সংলগ্ন গ্যারাজে। শনিবার সকাল ১০টা নাগাদ আরুপোতায় ভয়াবহ আগুনের জেরে কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। আগুনে পুড়ে ছাই হয়ে যায় একাধিক গাড়ি। খবর যায় দমকলে। ইতিমধ্যেই দকমলের দু’টি ইঞ্জিন ওই গ্যারাজে পৌঁছায়। তবে দমকল আসার আগে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এদিকে দমকলের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় সাড়ে দশ’টা নাগাদা আগুন লাগে। মুহূর্তেই খবর যায় দমকলে। কিন্তু, দমকল কর্মীরা আসতে দেরি করায় তাঁরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এদিকে যে জায়গায় এই আগুন লাগার ঘধটনা ঘটে তা বেশ জনবহুল বলেই জানান দমকল কর্মী ও আধিকারিকেরা। ফলে জলের গাড়ি নিয়ে সেখানে ঢুকতে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের।

এদিকে এদিন যে ই গ্যারেজে আগুন লাগে তার আশপাশে রয়েছে অনেক ঝুপড়ি। গোটা এলাকাতেই ঘন জনবসতি। সে কারণে আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে সেদিকেই প্রথম  নজর দেন দমকল কর্মীরা। দমকলের চেষ্টায় আগুন অল্প সময়ের মধ্য়ে কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =