পশ্চিমী ঝঞ্ঝার জেরে হালকা বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধ থেকে শনি, ৪ দিন বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির পূর্বাভাস। ৩ দিন বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত কলকাতায়। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়েও। রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে এও জানানো হয়েছে কলকাতায় বুধবার পর্যন্ত কখনও রোদ, কখনও বৃষ্টি, আবার কখনও বা মেঘলা আকাশ। আগামী কয়েকটা দিন এভাবেই কাটবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কুয়াশার প্রবণতা দেখা যাবে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ায় কুয়াশার পরিমাণ বেশি থাকবে। মঙ্গলবার সকাল পর্যন্ত কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।
শুধু কুয়াশাই নয়, উত্তরবঙ্গে ১৭ থেকে ১৮ তারিখ সকাল পর্যন্ত দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গ ভিজতে ভিজতে ১৯ তারিখ।
১৯ তারিখ দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়ায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওইদিন আবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা থাকছে।
২০ তারিখেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ২০ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২১ তারিখ থেকে ধীরে ধীরে বদলাবে হাওয়া। তবে বৃষ্টি চলবে। ২১ তারিখে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। ২২ তারিখে আবার দক্ষিণবঙ্গের সবক’টি জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একইসঙ্গে উত্তরবঙ্গে কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এদিন ঘন কুয়াশার জেরে দার্জিলিংয়ের নানা প্রান্তে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যায়।