পঞ্চায়েত ভোট শেষ। নজরে এবার রাজ্যসভার নির্বাচন। তৎপর তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়েই। এই রাজ্যের সাত আসনে নির্বাচন। এর মধ্যে ছয় আসনে মেয়াদ শেষ, অপর একটি উপনির্বাচন। রাজ্যের ছ’টি আসনের মধ্যে পাঁচটি আসন সরাসরি তৃণমূলের দখলে আছে। সেগুলি হল ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, দোলা সেন, সুখেন্দুশেখর রায় ও শান্তা ছেত্রী। অপর আসনে সাংসদ হলেন প্রদীপ ভট্টাচার্য। আর রয়েছে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া লুইজিনহো ফালেরিও আসন। যদি এই আসনে বিজেপি প্রার্থী দেয়, তাহলে ভোটাভুটি হবে। নয়তো বিধায়ক সংখ্যার নিরিখে ৫ তৃণমূল ও ১ বিজেপি সাংসদ পাবে রাজ্যসভা। তবে উপনির্বাচনে ভোটাভুটি হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। ভোটাভুটি না হলে এই আসনে জেতার ক্ষেত্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। এদিকে বিজেপির অন্দরমহল সূত্রে খবর, সোমবার বিজেপি শিবিরের তরফ থেকে মনোনয়ন পেশ করা হবে। তৃণমূল কংগ্রেস মনোনয়ন পেশ করবে আগামী ১২ তারিখ জুলাই।
তবে এবার সেই আসনটিকে পাখির চোখ করবে বিজেপি। কারণ একটি আসনে জেতার মতো পর্যাপ্ত আসন আছে গেরুয়া শিবিরের হাতে। নিয়ম অনুযায়ী, একটি আসন জয়ের জন্য ৪২ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। সেক্ষেত্রে পাঁচটি আসনে অনায়াসে জিতে যাওয়ার কথা তৃণমূলের। অপরটি বিজেপির ঝুলিতে যাওয়ার সম্ভাবনাই প্রবল।