বিধানসভায় উত্তরবঙ্গ পৃথকের দাবি বিজেপি বিধায়কের

এবার বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি তোলেন ডাবগ্রামের বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। বাজেট আলোচনায় অংশ নিয়ে এও জানান,’উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন। আলাদা রাজ্য করে দিন।’

এর পাশাপাশি ডাবগ্রামের বিধায়ক এও বলেন, ‘উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে। আমি মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে, সেটা তো আমার এখানে উপস্থাপন করা দরকার।’ সঙ্গে তিনি এও বলেন, ‘মানুষই বারবার বলছে, আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, সেই ভাঙনের কোনও প্রতিকার নেই। কোনও কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কী করছেন? আপনাদের তো বিধানসভায় পাঠিয়েছি। আপনারা অন্তত চিন্তাভাবনা করুন, গিয়ে বলুন, যে সরকার যদি কাজ করতে না পারে, উত্তরবঙ্গকে আলাদা করে দিক। এটা কেন্দ্রীয় শাসনের আওতায় আসুক। যেভাবে গোয়া চলছে, সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক। আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি। এটা তো আমার কর্তব্য।’

এই নিয়ে বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রকল্পগুলো মানুষকে এমনভাবে স্পর্শ করেছে, যে সেখান থেকে বেরিয়ে ওদের জিতবার কোনও সম্ভাবনা নেই। এছাড়াও উত্তরবঙ্গ ভাগ করার ব্যাপারটা ওই একই ব্যাপার। জেনারেল ইলেকশনের পর আমাদের রাজ্যে উত্তরবঙ্গের সব কটা সিটেই জিতেছি। আগামী দিনে উত্তরবঙ্গে একটাও সিট পাবে না বিজেপি।’

প্রসঙ্গত, বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গকে আলাদা করার এই দাবি যদিও নতুন নয়। দলের একাধিক নেতা-নেত্রীর মুখে পৃথক উত্তরবঙ্গের দাহি শোনা গিয়েছে আগেও। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের আগে সেই দাবি আরও জোরাল হয়। আগামী বিধানসভা নির্বাচনের আগে এবার বিধানসভাতেই এই দাবি তুললেন বিজেপি বিধায়ক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =