মেট্রোয় কিউআর কোড টিকিট নিয়ে সমস্যায় মেট্রো যাত্রীরা

মেট্রোয় কাগজের কিউআর কোড নির্ভর টিকিট নিয়ে যাত্রীদের সমস্যা বাড়ছে। অধিকাংশ ক্ষেত্রে খুলছে না গেট। বিশেষত, মেট্রোর ব্লু-লাইনে। এর সঙ্গে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে পকেটে থাকা কাগজের টিকিট ভাঁজ হয়ে গেলে। কারণ, তখন তার কিউআর কোড আর ‘রিড’ করতে পারছে না মেট্রোর  স্বয়ংক্রিয় গেট। এমনিতেই একাধিক স্টেশনে এই স্বয়ংক্রিয় গেট খোলার ক্ষেত্রে সমস্যা বহুদিনের। স্মার্ট কার্ড ছোঁয়ালেও তা খুলতে চায় না। আর এখন এই তালিকায় যোগ হয়েছে কাগজের টিকিট। ফলে তাড়াহুড়োয় বেরোনোর সময় সমস্যায় পড়ছেন মেট্রো যাত্রীরা। শুধু তাই নয়, প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরে গেটের সামনে হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। আর একসঙ্গে আপ-ডাউনে দুটি ট্রেন এসে পড়লে তো সমস্যা বাড়ছে বহুগুণ।

এই প্রসঙ্গে অবশ্য কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই ওই কাগজের টিকিট যাত্রীরা ভাঁজ করে পকেটে রাখছেন। পরে যখন ওই কাগজের টিকিট গেটে ছোঁয়াচ্ছেন যাত্রীরা, কাজ হচ্ছে না। গেট খুলছে না। তাই তাঁদের বক্তব্য, কোনওভাবেই যেন টিকিট ভাঁজ না হয়। এবিষয়ে প্রচার চালানোর কথাও ভাবছে কর্তৃপক্ষ।

তাঁদের আরও বক্তব্য, অনেকক্ষেত্রেই দেখা যাচ্ছে, কাগজের যে অংশে কিউআর কোডটা রয়েছে, সেই অংশটা জায়গা মতো ছোঁয়াচ্ছেন না যাত্রীরা। তার ফলেও গেট খুলছে না। বারবার হলে সেক্ষেত্রে পরে স্মার্ট কার্ড ছোঁয়ালেও গেটে সমস্যা হতে পারে। কারণ নেটওয়ার্ক সমস্যা তৈরি হয়। যাত্রীদের অবশ্য অভিযোগ, শুধু কাগজের টিকিটই নয়। স্মার্ট কার্ড ছোঁয়ালেও স্বয়ংক্রিয় গেট মেট্রোর অনেকসময়ই খোলে না। কারণ সেগুলো বিকল হয়ে যায় মাঝেমধ্যেই। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে, গেট বিকল হলে দ্রুততার সঙ্গে তা সারানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − eight =