অধিকারের দাবিতে এবার আন্দোলনে নামছেন কলকাতা হাইকোর্ট-সহ সারা রাজ্যের সমস্ত আদালতের আইনজীবীরা। যার নিট ফল, সোমবার হাইকোর্ট-সহ রাজ্যে সমস্ত আদালতে কর্মবিরতির ডাক দিয়েছেন আইনজীবীরা।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, সম্প্রতি অ্যাডভোকেট বিলে সংশোধন করা হয়েছে। আর এই সংশোধনীতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের অভিযোগ, নয়া বিধিতে সংশোধনী আইনে আইনজীবীদের ধর্মঘটের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। যা এক বিবৃতিতে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের তরফে জানানো হয়। সঙ্গে এও জানানো হয় যে, এরই প্রতিবাদ জানাতে এই ধর্মঘটের ডাক। সংশোধনী আইন নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিলেন পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সদস্যরা। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ধর্মঘটের ডাক দেওয়ার পাশাপাশি এও জানানো হয়, এই নয়া আইনে সংশোধনী না করা হলে আমরা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে বাধ্য হব। ফলে আগামী সোমবার কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতের বিচারপ্রক্রিয়া স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।