চাকরি পাইয়ে দেওয়ার নামে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক

পার্ক স্ট্রিটের ইলিয়ট লেন থেকে গ্রেফতার ভুয়ো সেনা আধিকারিক। যুবকের নাম শেখ নাজির হোসেইন। এই শেখ নাজির কখনও পরিচয় দিয়েছেন সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার হিসেবে আবর কখনও গোর্খা রাইফেলসের জওয়ান বলে। কিন্তু বাস্তবে তিনি প্রতারক। এমনকী কলকাতায় খুলে ফেলেছিলেন সেনা প্রশিক্ষণ কেন্দ্রও। এই প্রতারকের ‘প্রতারণার কারবার’ বন্ধ করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়েই অভিযুক্তের বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সেখান থেকেই প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় নাজিরকে।

উল্লেখ্য, নাজিরের বাড়ি থেকে তিন স্টারের খাকি ইউনিফর্ম, একটি ভুয়ো পরিচয় পত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেই কার্ডে জ্বলজ্বলে অক্ষরে লেখা রয়েছে ক্যাপ্টেন নাজির হোসেইন। জানা গিয়েছে, এই ভুয়ো ইউনিফর্ম ও কার্ড দেখিয়েই সাধারণের কাছে নিজের পরিচয় দিতেন নাজির। এছাড়াও, তার কাছ থেকে উদ্ধার হয়েছে গোর্খা রাইফেলের প্রতীক দেওয়া একটি চামড়ার বেল্ট, সেনা-জুতো-সহ আরও কিছু সামগ্রী।

নিজেকে কখনও সেনাবাহিনীর অফিসার, কখনও আবার গোর্খা রাইফেলসের জওয়ান হিসাবে পরিচয় দিতেন এই অভিযুক্ত। এমনকি, কলকাতায় খুলে ফেলেছিলেন একটা সেনা প্রশিক্ষণ কেন্দ্রও। এর পাশাপাশি এনসিসি-র বিভিন্ন যুবককে সেখানে ডেকে প্রশিক্ষণও দিতেন তিনি।আর এই ঘটনাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রথমে প্রশিক্ষণের জন্য এনসিসি ক্যাডেটদের ধরে আনতেন। তারপর সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতাতেন এই নাজির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 11 =