পোদ্দার কোর্টে নয়া ব্র্যাঞ্চ বন্ধন ব্যাঙ্কের, সঙ্গে ৩ রাজ্যে খোলা হল ৯ নতুন ব্র্যাঞ্চও

  • পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে তাদের নতুন ব্র্যাঞ্চ খুলল বন্ধন ব্যাঙ্ক

 

  • পশ্চিমবঙ্গে নতুন শাখা খোলা হল কলকাতার পোদ্দার কোর্টে
  • দেশে সব মিলিয়ে মোট ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা ছাড়াল ৬৩০০

 

বন্ধন ব্যাঙ্ক তিনটি রাজ্যে নতুন শাখা উদ্বোধন করল। যার মধ্যে কলকাতায় একটি, উত্তরপ্রদেশে ছয়টি এবং মহারাষ্ট্রে দুটি। কলকাতার নতুন শাখাটি খোলা হল পোদ্দার কোর্ট অঞ্চলে 43, উইলিয়াম কেরি সরণিতে।

বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও, পার্থ প্রতিম সেনগুপ্ত এই শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাঙ্কের অন্যান্য সিনিয়র সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিতি ছিলেন। এর পাশাপাশি এক্সিকিউটিভ ডিরেক্টর  রাজিন্দর কুমার বাব্বারের উপস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বাকি আটটি শাখারও উদ্বোধন করেন বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও।

উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধন ব্যাঙ্কের শীর্ষকর্তা জানান, বন্ধন ব্যাঙ্ক সারা দেশে নিজেদের উপস্থিতি বাড়াতে এবং বৈচিত্র্য আনতে ব্রাঞ্চ নেটওয়ার্ক শক্তিশালী করছে। এর মাধ্যমে গ্রাহকদের কাছে আরও সহজে আধুনিক ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। নতুন এই শাখাগুলি যোগ হওয়ার ফলে, সারা দেশে ৬৩০০-র বেশি ব্যাঙ্কিং আউটলেটের মজবুত নেটওয়ার্কের মাধ্যমে বন্ধন ব্যাঙ্ক গ্রাহকদের পরিষেবা দেবে। পশ্চিমবঙ্গে এখন বন্ধন ব্যাংকের মোট ১৭২০ টি ব্যাঙ্কিং আউটলেট আছে।

এর পাশাপাশি ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত এও জানান,‘আমরা পশ্চিমবঙ্গের কলকাতা সহ তিনটি রাজ্য নয়টি নতুন ব্রাঞ্চ খুলতে পেরে অত্যন্ত আনন্দিত। আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্কের এই সম্প্রসারণের মাধ্যমে আমরা আরও দক্ষতার সঙ্গে গ্রাহকদের পরিষেবা দিতে পারব। আমাদের ব্যবসা বৃদ্ধির অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে, আমরা সারা দেশে আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছানোর লক্ষ্যে ব্রাঞ্চ নেটওয়ার্ক সম্প্রসারণের চেষ্টায় রত। আমরা সর্বদা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী আধুনিক সমাধান প্রদান করার প্রতি মনোযোগী।’ এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, বন্ধন ব্যাঙ্ক বর্তমানে দেশের ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টিতেই উপস্থিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =