যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনার চেষ্টায় বৈঠকে উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার পদক্ষেপ কর্তৃপক্ষের। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত। এই বৈঠকে উপস্থিত থাকতে দেখা যায় জুটা, ওয়েবকুপা-সহ বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের। সূত্রে খবর, থমথমে বিশ্ববিদ্যালয় চত্বরে পঠনপাঠনের স্বাভাবিক চিত্র ফিরিয়ে আনার চেষ্টাতেই এদিনের এই বৈঠক।

প্রসঙ্গত,জখম ছাত্রকে হাসপাতালে দেখতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন উপাচার্য স্বয়ং। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে বাড়িতেই আছেন। সোমবারের পর মঙ্গলবারও তিনি বিশ্ববিদ্যালয়ে যাননি। তবে ভার্চুয়াল মাধ্যমে সকলের সঙ্গে বৈঠক করেন। সকলের কথাও শোনেন তিনি।

শনিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিগ্রহের শিকার হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তাঁর গাড়ির কাচ ভাঙা হয়। জখম হন শিক্ষামন্ত্রীও। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এসএফআই ও অতি বাম সংগঠনগুলির উপর সেই হামলার অভিযোগ ওঠে। এদিকে পালটা হামলার অভিযোগ তুলে পথে নামেন বাম-অতি বামরাও। মঙ্গলবারও এই ঘটনায় উত্তেজনার আগুন ধিকিধিকি জ্বলছে যেন বিশ্ববিদ্যালয় চত্বরে। এমনই এক আবহে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত এদিন বৈঠকে বসেন। অবিলম্বে ক্যাম্পাসে শান্তি ফেরাতে হবে। এরপরই তাঁর নির্দেশ, সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু তাই নয়, শনিবারের গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের প্রস্তাবও দেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শনিবারের ঘটনায় দুই ছাত্র জখম হন। তৃণমূল নেতা তথা অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র অভিযোগ করেন, তাঁকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, শনিবার তিনিও নিগ্রহের শিকার হয়েছিলেন বলে খবর। এদিকে যাদবপুরের ঘটনায় সক্রিয় অংশ নিতে দেখা যায় অখিল ভারতী বিদ্যার্থী পরিষদকেও। তারই জেরে সোমবার সন্ধ্যার পর উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট চত্বর। পতাকা লাগানো নিয়ে এবিভিপির সঙ্গে ঝামেলা হয় বাম ছাত্র সংগঠনের। এরপর মঙ্গলবার এবিভিপির তরফে সাংবাদিক বৈঠক করা হয়। সারজিক্যাল স্ট্রাইক করা হবে, এমন হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। তাই নিয়েও শুরু হয়েছে চাপানউতোর। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শান্তি ফেরাতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 19 =