মদ্যপ ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার ঘটনায় গণধোলাই, মৃত ১

অত্য়ধিক মদ পান করায় সোজা হয়ে চলতে পারছিলেন না। টলতে টলতে চলতে গিয়ে পড়ে যান প্রতিবেশীর দরজার সামনে। এরপরই মদ্যপ ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোকুল মণ্ডল। এরপরেই উত্তেজিত জনতা চড়াও হন  গোকুলের ওপর। গণপ্রহারে মৃত্যু হয় তাঁর। এদিকে, যাঁর চোখ উপড়ে নেওয়া হয়েছে, সেই আক্রান্ত প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনা সূত্রপাত বুধবার ভোরবেলায়। দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে তিন নম্বর প্রমোদনগরে মদ্যপ যুবক প্রদীপ সরকার টলমল করে হেঁটে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে ঘরের দরজার সামনে পড়ে যান। তাতেই গোকুল ঘর থেকে বেরিয়ে আসেন। সেই নিয়েই বাগবিতণ্ডা। অভিযোগ, গোকুল মারধর করতে থাকেন প্রদীপকে। এখানেই ক্ষান্ত হননি গোকুল।  বুকের উপর বসে চোখ উপড়ে নেয়। চোখের চারপাশের মাংস খুবলে বেরিয়ে আসে চোখ।

চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান।  এরপরই উত্তেজিত জনতা গোকুলের বাড়িতে চড়াও হন। গণধোলাইয়ের মুখে পড়ে গোকুল। খবর পেয়ে পুলিশ গিয়ে গোকুলকে উদ্ধার করে প্রথমে দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার অবস্থার অবনতি হলে আরজিকরে স্থানান্তরিত করা হয়। এরপর আরজি করেই মৃত্যু হয় গোকুলের। এদিকে প্রদীপ সরকার আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fourteen =