যাদবপুর কাণ্ডে এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে তলব কলকাতা পুলিশের

যাদবপুর কাণ্ডে এবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠাল পুলিশ। কয়েকদিন আগেই যাদবপুর থানা থেকে চিঠি গিয়েছিল তাঁর কাছে। থানায় এসে দেখা করতে বলা হয়। এদিকে যাদবপুর কাণ্ডে শুরু থেকেই জল ক্রমশ ঘোলাই হচ্ছে। শনিবার দুপুরের ঘটনা নিয়ে নিজেদের মতো করে ‘অন্তর্তদন্ত’ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। ব্রাত্য বসুর গাড়ির তলায় ছাত্রের চাপা পড়া নিয়েও চলছে চাপানউতোর। নিজের তত্ত্ব খাড়া করে যুক্তি সাজিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এদিকে আবার কলকাতা হাইকোর্টের নির্দেশ আসতেই আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এমনই এক প্রেক্ষিতে তরুণ বামদের বড় মুখকে তলব তাৎপর্যপূর্ণ বলেই মত বঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের।

এদিকে সূত্রে খবর, শনিবার সন্ধ্যাতেই যাদবপুর থানায় আসছেন সৃজন। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ইস্যুতে আমার কাছে যা ছবি ও ভিডিয়ো ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে আসতে বলা হয়েছে। আমি আজ সন্ধে ৬টায় যাদবপুর থানায় যাব।’

প্রসঙ্গত, বর্তমানে এসএফআইয়ের রাজ্য সম্পাদকের পদে রয়েছেন দেবাঞ্জন দে। চব্বিশ সালের শুরুতেই সৃজনের ‘মেয়াদ’ শেষে তাঁর কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয় সংগনের তরফে। বিগত কয়েক বছরে ছাত্র সংগঠনের পাশাপাশি মূল স্রোতের বাম রাজনীতিতেও সমানতালে পা মেলাতে দেখা গিয়েছে সৃজনকে। শেষ বিধানসভা ভোটে সিঙ্গুর থেকে লড়ার পর শেষ লোকসভা নির্বাচনেও দাঁড়াতে দেখা যায় যাদবপুর কেন্দ্র থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − two =