দালাল রাজ আটকাতে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, দালাল রাজ বন্ধে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে আর হাতে হাতে দেওয়া হবে না জমি-বাড়ি দলিলের সার্টিফাইড কপি। শুধুমাত্র অনলাইনেই দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ নথি।
বেশ কিছুদিন যাবৎ নানা স্তরে এই নিয়ে উঠেছে অভিযোগ। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রেই এই সার্টিফাইড কপির প্রয়োজন হয়। সেক্ষেত্রে সার্টিফাইড কপি পেতে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দালালরা নিয়ে নেন বলেই অভিযোগ। জমি ও বাড়ির সার্টিফাইড নথি হাতে পেতে দালাল চক্র চালানোর অভিযোগের ঘটনা সামনে আসতেই এমন পদক্ষেপ রাজ্য সরকারের। এই ইস্যুতে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত, রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই এই সার্টিফাইড কপি পাবেন জমি-বাড়ির মালিকরা। এখন থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সব দলিলের সার্টিফাইড কপি পাওয়া যাবে অনলাইনেই।
প্রসঙ্গত, রেজিস্ট্রি অফিসে দালাল চক্রের শিকড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে বলে অভিযোগ ৷ সরকারি কর্মী ও আধিকারিকদের একাংশও এই চক্রের সঙ্গে জড়িত বলে দাবি অনেকের ৷ এর জেরে রাজ্য জুড়ে বিভিন্ন মহল থেকে উঠেছে অভিযোগ। সাধারণ মানুষকে বার বার হেনস্তার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিই এবার কড়া হাতে দালালচক্র দমনে উদ্যোগী রাজ্য।