হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় বিধানসভা মুলতুবি প্রস্তাব বিজেপির

বিধানসভায় রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ। এই নিয়ে বিধানসভার বাজেট অধিবেশনে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাব পড়তে না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট করেন। তারপরই বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ তুলে মঙ্গলবার বিধানসভার বাইরে শাসকদলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘এই সরকার সাম্প্রদায়িক সরকার। বিধানসভায় বিরোধীদের বলার সুযোগ দেওয়া হচ্ছে না। মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই স্পিকার বেপরোয়া, ঔদ্ধত্য।’ এর পাশাপাশি তাঁর সংযোজন, ‘ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাব। বিজেপি সরকারে আসবে। আর ওদের দলের যে কটা মুসলমান বিধায়ক জিতে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব।’

এরপরই এদিন উত্তাল হয় বিধানসভা। ওড়ে ছেঁড়া কাগজ। ক্ষুব্ধ স্পিকার রেগে গিয়ে উঠে পড়েন চেয়ার থেকে। এরপরেই ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চেয়ার ছেড়ে উঠে বলেন, ‘এই ভাবে প্রতিদিন ডিস্টার্ব করা যায় না। আপনারা আসনে বসুন। অধিবেশন চলছে।’ এরপর জানিয়ে দেন, ‘আমি আমার সচিবালয়কে বলছি বিজেপি বিধায়কদের বিজনেসের কাগজ দেবেন না।’ সবশেষে ওয়াকআউট বিজেপির।

এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু এও জানান, আগামী ১৯ তারিখ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুরে বিজেপি বিধায়করা কালো ব্যাজ করে প্রতিবাদ জানাবে। ২০১১ সাল থেকে স্পিকার ৫৬ জনকে দলবদল করিয়েছেন বলে তিনি দাবি করেন। কিন্তু, বিধানসভার অধিবেশনের অন্দরে দলত্যাগী বিধায়করা তা বলার সাহস পান না বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, গত সোমবার থেকেই শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী ২০ মার্চ পর্যন্ত এই অধিবেশন চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 2 =