ধারে বিরিয়ানি না দেওয়ায় মাথা ফাটানো হল দোকানের মালিকের। সঙ্গে ভাঙচুরও চালানো হয় দোকানে। এমনই ঘটনার সাক্ষী থাকল খোদ কলকাতা। ঘটনাস্থল নিউটাউনের সাপুরজি। এরপরই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যবসায়ীকে। ইতিমধ্যেই টেকনোসিটি থানায় অভিযোগ জানান আক্রান্ত ব্যবসায়ী।
সূত্রে খবর, নিউটাউন শাপুরজি এলাকায় একটা ছোট বিরায়ানির দোকান রয়েছেন পাথরঘাটার বাসিন্দা রূপম বিশ্বাসের। রূপমের দাবি, প্রায়শই দোকানে এসে ‘দাদাগিরি’ দেখাতো অজয় সর্দার নামে ওই যুবক। প্রায়ই বিরিয়ানি নিয়ে টাকা দিত না। তোলাবাজির চেষ্টা করতো। এদিকে ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না। পাশেই বাড়িতে খেতে গিয়েছিলেন। তাঁর দোকানে দুই কর্মচারি রয়েছে তাঁদের কাছ থেকেই টাকা না দিয়ে ১০ প্লেট বিরিয়ানি চায় অভিযুক্ত যুবক। তা দিতে অস্বীকার করাতেই দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বাড়ি থেকে ফিরে ঘটনা দেখে প্রতিবাদ করাতেই তাঁর উপর চড়াও হয় অজয়। হাসপাতাল থেকে ফিরেই সোজা থানার দ্বারস্থ হন আক্রান্ত ব্যবসায়ী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর পাশাপাশি আক্রান্ত ব্যবসায়ী রূপম বিশ্বাস এও জানান, ‘অজয় সর্দারের নামের ছেলেটা প্রায়ই আমার দোকানে এসে হুজ্জুতি করে। প্রায় তোলাবাজির মতো করে টাকা না দিয়ে বিরায়ানি নিয়ে চলে যায়। সব সময়ই প্রায় মদ খেয়ে থাকে। এদিন দোকানে এসে বলে ১০ প্লেট বিরিয়ানি দিতে হবে। আমি টাকা দিতে বলি তাতেই রেগে যায়। দোকানে ভাঙচুর চালায়। আমি কথা বলতে গেলে উইকেট দিয়ে আমার মাথায় মারে। তাতেই আমার মাথা ফেটে যায়। পুলিশকে জানিয়েছি।’