রংয়ের উৎসবে কড়া নজরদারি কলকাতা পুলিশের

শুক্রবার দোল। পরের দিন হোলি। দুদিনই শহর মাতবে রংয়ের উৎসবে। পিচকারি দিয়ে রং খেলার চলের পাশাপাশি এই বসন্তোৎসব ঘিরে নানারকম আয়োজনও হয়েছে নতুন করে। কিন্তু এই আনন্দ করতে গিয়েই ঘটে যায় দুর্ঘটনা। তাই কলকাতা পুলিশের তরফ থেকে এই রংয়ের উৎসব নিয়ে বার্তা, রং মর্মে লাগুক। কিন্তু তা যেন যন্ত্রণার কারণ না হয়ে দাঁড়ায়। কাউকে জোর করে রং মাখানো যাবে না। এই দুদিন রাস্তায় মানুষ কম বের হন। তবু কেউ বেরোলে জোর করে রং দেওয়া যাবে না।

এই ধরনের সতর্কতা থাকা সত্ত্বেও খারাপ ঘটনা আকছার দেখা যায়। আর সেই কারণেই কলকাতা শহরের নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে কলকাতা পুলিশ। রাস্তায় থাকবেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। রং খেলার পর গঙ্গায় স্নান করতে নামার চল রয়েছে। তাতে দুর্ঘটনা ঘটে যায়। তাছাড়া অনেকে নেশা করেও রং খেলায় মাতেন। রংয়ে আবার রাসায়নিকও মেশানো হয় অনেক সময়। সে বিষয়ে কড়া নজরদারি করবে পুলিশ।

দোলের দিন শহরের নিরাপত্তা ব্যবস্থায় পদক্ষেপ বলতে লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার ও শনিবার শহরের জলাশয় ও গঙ্গার ঘাটে নজরদারি চলবে। প্রায় ৬৬টি ঘাটে নজরদারি চালাবে পুলিশ। ৪৪টি ঘাটে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নজরে রাখতে মোতায়েন করা হচ্ছে বহু পুলিশকর্মীকে। এর পাশাপাশি যুগ্ম পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিকরাও থাকছেন রাস্তায়। গোলমাল ঠেকাতে ১০০টির বেশি জায়গায় পুলিশ পিকেট। এছাড়াও কিউআরটি অর্থাৎ ক্যুইক রেসপন্স টিম এবং কলকাতা পুলিশের বাইক বাহিনী প্রস্তুত থাকছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + five =