মমতা ছাড়া বিকল্প কোনও রাস্তা নেইঃ শওকত

২৬ এর ভোটের আগে ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক করবেন পীরজাদাদের সঙ্গে। সেখানে ইফতার মজলিশে আমন্ত্রিত নওশাদ সিদ্দিকিও। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই ফুরফুরা সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ।

তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনও নতুনত্ব দেখছেন না। ভাইজান-দিদির সাক্ষাৎ নিয়ে শুভেন্দু আগেই বলেছিলেন আইএসএফ তৃণমূলের বি টিম। যদিও সেই দাবি নস্যাৎ করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। শওকতের বক্তব্য, ‘নওশাদ তৃণমূলের বি টিম নয়, বিজেপির বি টিম। এটা সারা বাংলার মানুষ ২০২১ সাল থেকে দেখে আসছে। নওসাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারী জাপটাজাপটি করে, কোলাকুলি করে ছবি পোস্ট করেন, সেটাও বাংলার মানুষ দেখে। নওসাদের সঙ্গে যখন শুভেন্দু অধিকারীরা কোলাঘাটে গোপনে বৈঠক করেন, সেটাও বাংলার মানুষ দেখেছে। ফলে এই ধরনের কথা বলে কাউকে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ লক্ষ্য করছে যে এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনও রাস্তা নেই। মমতার সঙ্গে এখন নওশাদ যাচ্ছেন, কাল শুভেন্দু অধিকারীও দেখা করতে যেতে পারেন, এতে সন্দেহের কিছু নেই।’

সোমবার মমতার সঙ্গে নওসাদের ফের একবার সাক্ষাতের সম্ভাবনার কথা মাথায় রেখেই শওকত বলেন, ‘আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা যাচ্ছেন, সেখানে নওসাদেরও যাওয়ার কথা। এটা ইফতার মজলিশ। এখানে রাজনীতি নয়, তৃণমূল, সিপিএম, আইএসএফ- এসবের বিষয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা যাচ্ছেন এটা আনন্দের বিষয়। একটা সময় যারা তাঁকে নিয়ে কুৎসা করত, অপপ্রচার করত, এখন তারাই দিদির ডাকে সাড়া দিয়ে, সরকারের ডাকে সাড়া দিয়ে ইফতার মজলিশে আসছে। এটা নীতিগত জয় বলে মনে করি। নওশাদ দেরিতে হলেও বুঝতে পেরেছেন, বাংলায় উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনও বিকল্প নেই। বাংলার শান্তি বজায় রাখতে গেলে মমতাই শেষ কথা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 8 =