উচ্চ মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্রে বড় ভুল। কারণ, ‘তাজমহল’ এর জায়গায় লেখা হয়েছে ‘তাজমজল’। প্রশ্নপত্র ছাপানো ভুলের জেরেই বিভ্রান্তি বলে জানানো হল শিক্ষা সংসদের তরফ থেকে। এই প্রশ্নপত্রের উত্তরে পূর্ণ নম্বরই দেওয়া হবে ছাত্রছাত্রীদের, জানাল শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, ইংরেজি প্রশ্নপত্রের ৫ এ (২) নম্বর প্রশ্নের এই ভুলের জেরে পূর্ণ নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকদের। পাশাপাশি সংসদ সূত্রে এও জানান হয়েছে, ট্রু অথবা ফলস প্রশ্নপত্রের উত্তরে যেটাই লিখবেন পরীক্ষার্থীরা তাতেই পূর্ণ নম্বর দিতে হবে। প্রশ্নপত্রের উত্তরে পূর্ণ নম্বর পাওয়ার যোগ্য হলে অবশ্যই ছাত্র-ছাত্রীদের সেই নম্বর দিতে হবে। ইংরেজি উত্তরপত্রের মূল্যায়ন প্রসঙ্গে মূল্যায়নকারী শিক্ষক-শিক্ষিকাদের অকারণ ছাত্রছাত্রীদের নম্বর চেপে না দেওয়ার নির্দেশ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের।
প্রসঙ্গত, এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৩ রা মার্চ। ইংরেজি পরীক্ষা ছিল ৫ ই মার্চ। পরীক্ষা শেষের দিন ১৮ মার্চ। ইংরেজি পরীক্ষার দিনই প্রশ্ন উঠেছিল প্রশ্নপত্রে থাকা বানান ভুল নিয়ে। এবার সেই ভুল স্বীকার করে নম্বর দেওয়ার কথা ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। ২০২৬ সাল থেকে সেমেস্টার পদ্ধতিতে বছরে দু’বার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।