বেহালার রাস্তায় নেই সিসিটিভি, বিস্মিত বিচারপতি

বেহালার রাস্তায় নেই সিসিটিভি। আর তাতেই বিস্ময় প্রকাশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এরপরই কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার আধিকারিকের রিপোর্ট তলব করেন বিচারপতি। নির্দেশ দেওয়া হয়, আগামী ৭ এপ্রিল মধ্যে রিপোর্ট দিতে হবে। প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি মধ্যরাতে বেহালায় একটি পথ দুর্ঘটনার মামলায় সিসি টিভি ফুটেজ না থাকার বিষয়কে কেন্দ্র করেই কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অফ ক্রাইমের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।

১২ ফেব্রুয়ারি একটি গাড়ি ধাক্কা মারে মোটর সাইকেল আরোহীকে। থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। এই অভিযোগ নিয়ে মোটরসাইকেল আরোহী’র পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সোমবার মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী জানান, ‘সিসিটিভি ফুটেজ ডায়মন্ড হারবার রোডের ওই অংশে নেই। অন্য যে ফুটেজের সহায়তা নেওয়া হয় তাও সেখানেও স্পষ্ট কিছু ছিল না। ২ জন তদন্তকারী অফিসার পরিবর্তন করা হয়েছে। ২ কিলোমিটার ধরে সিসিটিভি নেই।’

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, কলকাতা পুলিশের আওতায় কেন সিসিটিভি বসানো নেই তা নিয়ে। এরপরই নির্দেশ দেন, এ ব্যাপারে আদালতে কলকাতা পুলিশকে রিপোর্ট দিতে হবে সিসিটিভি আদৌ আছে কিনা। সঙ্গে এ প্রশ্নও তোলেন, কলকাতা পুলিশ তার সিস্টেম আপগ্রেড করছেন না কেন সে ব্যাপারেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =