আরজি কর মামলায় শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এই রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আরজি করের ঘটনায় এবার নতুন করে তিনজনের ওপর নজর রাখা হচ্ছে। তাঁদের কল ডিটেইলস জোগাড় করা হয়েছে। সূত্রের খবর, ওই স্টেটাস রিপোর্টে সিবিআই জানিয়েছে নতুন করে তিনজনের কল ডিটেইলস জোগাড় করে নজর রাখা হচ্ছে। পাশাপাশি, ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে বলেও সূত্রের খবর। আরজি কর হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে তদন্তের জন্য। তিলোত্তমার মৃত্যুর পর তিনজনের কথোপকথন ট্র্যাক করার চেষ্টা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এরা কোন তিনজন, তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এও জানানো হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ ছাড়াও আশপাশের কয়েকটি স্ট্র্যাটেজিক পয়েন্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই আরও জানিয়েছে, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনও তথ্যপ্রমাণ পাওয়া গেলে তাও জানানো হবে আদালতে।
শুক্রবার আদালতে যে স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই তাতে এও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনা বৃহত্তর ষড়যন্ত্র হতে পারে। তাই মূল ঘটনা ধামাচাপা দেওয়ার কাজে কেউ যুক্ত কিনা, তা খতিয়ে দেখছেন তাঁরা। একই সঙ্গে বলা হয়েছে, ২৪ জনের বয়ান রেকর্ড করা ছাড়া হাসপাতালের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
নির্যাতিতার পরিবার অনেক আগে থেকেই সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল। তাঁদের বক্তব্য ছিল, সিবিআই ঢিলেমি দিচ্ছে, আসল দোষীদের ধরতে চাইছে না। এর জন্য নতুন করে তদন্ত শুরু করার আর্জিও তাঁরা জানান। এদিনও স্ট্যাটাস রিপোর্ট জমার পর আদালতে নির্যাতিতার বাবা বলেন, ‘এতদিন ধরে যা হওয়ার সেটাই হচ্ছে না। প্রথম চার্জশিটে যা লিখেছিল, এখনও তাই বলছে। বাকি যা বলার আইনজীবী বলবেন।’
এরই প্রেক্ষিতে শিয়ালদহ আদালতের বিচারক বলেন, রাতারাতি কিছু হবে না। সময় দিতেই হবে। নির্যাতিতার পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘সিবিআই স্ট্যাটাস রিপোর্টে তদন্তের অগ্রগতির উল্লেখ আছে। তাই নিজেদের ব্রাত্য ভাবার কোনও কারণ নেই।’
এদিকে নির্যাতিতার পরিবারের আইনজীবী প্রশ্ন তোলেন জামিনের শর্ত হিসেবে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে হাজির থাকার নির্দেশ থাকলেও তাঁরা হাজির থাকছেন না কেন সে ব্যাপারেও।এই অভিযোগ শোনার পর বিচারক নির্দেশ দিয়েছেন, আগামী ১৬ এপ্রিল আদালতে হাজির হতে হবে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। অন্যদিকে, আগামী ২৮ এপ্রিল সিবিআইকে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।