মোথাবাড়িতে বিজেপির মিছিলের অনুমতি আদালতের

মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে কাঁথিতে বিজেপির মিছিলে অনুমতি কলকাতা হাইকোর্টের। আদালত সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর একটা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত এই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে।

মালদহের মোথাবাড়ি উত্তপ্ত হয়ে উঠেছিল গোষ্ঠী সংঘর্ষে। সেই ইস্যুতে বঙ্গ বিজেপির নেতারা একাধিক কর্মসূচি নিচ্ছেন। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদের কাঁথিতে মিছিল করার অনুমতি চেয়ে আদালতে গিয়েছিল বিজেপি। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সেই মিছিল করার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

প্রসঙ্গত, মালদহের মোথাবাড়িতে অশান্তির প্রতিবাদে কাঁথিতে ১ এপ্রিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিল করতে চেয়ে আবেদন জানায় তারা। প্রসঙ্গত, মঙ্গলবার কাঁথিতে বড় মাপের প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল বিজেপি। কাঁথির খড়্গপুর বাইপাস থেকে পদযাত্রার করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দুর। তা শেষ হওয়ার কথা ছিল বড় ডাকঘরের সামনে। কিন্তু তাতে ‘না’ বলা হয় প্রশাসনের তরফে। বিকল্প তারিখে মিছিল করার জন্য বিজেপিকে পুলিশের তরফে প্রস্তাব দেওয়া হয়। এরপর ৩ এপ্রিল মিছিল করতে চেয়ে আবেদন জানায় বিজেপি। তাতে যদিও অনুমতি দিয়েছিল প্রশাসন।

এরপর বুধবার আদালতে রাজ্য জানায়, বৃহস্পতিবার মিছিলের অনুমতি পুলিশ দিয়েছে। বিজেপি চেয়েছিল, দুপুর ১ টা থেকে ৮ টা পর্যন্ত মিছিল করতে। কিন্তু পুলিশ দুপুর ২টো থেকে বিকাল ৬টা পর্যন্ত অনুমতি দিয়েছে। এবার সেই সময় একঘণ্টা বাড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

মোথাবাড়ির ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। দিন কয়েক আগে মোথাবাড়ি যাওয়ার জন্য মালদহে পৌঁছেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মোথাবাড়ির সাত কিলোমিটার দূরেই তাঁকে আটকে দেওয়া হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ সুকান্তকে সেখানে যেতে দেননি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মোথাবাড়ি যেতে চেয়ে আদালতের দ্বারস্থ হন। সেই সময়ের পরিবর্তন করে মিছিলের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর এই মিছিলে পথসভা করে শুভেন্দু বক্তৃতা দেওয়ার কথাও রয়েছে বলে বঙ্গ স্যাফ্রন ব্রিগেড সূত্রে খবর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + sixteen =