রাজারহাটের নারায়ণপুর থানা এলাকায় প্রাপ্তবয়স্ক মেয়ের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।
এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গা ঢাকা দেয় অভিযুক্ত। তবে পালিয়েও শেষ রক্ষা হয়নি। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই অ্যাকশন নেয় পুলিশ। শুরু হয় তল্লাশি। শেষ পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে অভিযুক্তকে গ্রেফতার করে নারায়ণপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটে ১ এপ্রিল ভোর রাতে। অভিযোগ নারায়ানপুরে বাসিন্দা ওই ব্যক্তি ভোর রাতে ঘুমন্ত মেয়ের উপর যৌন নির্যাতন চালান। শেষে ঘুম ভাঙতেই মায়ের কাছে সবটা খুলে বলে মেয়ে। বাড়ির মধ্যে এই ঘটনা নিয়ে বাক বিতণ্ডা শুরু হতেই এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্ত। এর কিছু পরে নারায়ণপুর থানার অভিযোগ দায়ের করা হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। অবশেষে গ্রেফতার অভিযুক্ত।