গত সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ১ নং ব্লকের রঘুনাথপুরে আক্রান্ত হয়েছিলেন ধর্মগুরু ও সন্ন্যাসী হিরণ্ময় মহারাজ। অভিযোগ, সন্ন্যাসীকে মারধরের পাশাপাশি তাঁর জটা, চুল, দাড়ি কেটে নেওয়ার অভিযোগ ওঠে।
এরপর ওই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হতে দেখা গেল হিরণ্ময় মহারাজকে। তাঁর অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী, পুলিশি সুরক্ষা চেয়ে থানায় গেলে তাঁকে সুরক্ষা দেওয়া হয়নি। এর পরই তিনি আক্রান্ত হন।গোটা ঘটনার তদন্তের পাশাপাশি নিরাপত্তার দাবিও জানান তিনি। এদিকে আদালত সূত্রের খবর, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলাটি গ্রহণ করেছেন। আগামী ৮ এপ্রিল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানি হতে পারে।
তমলুক আশ্রমের সন্ন্যাসী হিরণ্ময় গোস্বামী মহারাজ জানান, সম্প্রতি শক্তিপদ মান্না নামে এক ভক্তর ডাকে সাড়া দিয়ে ঘাটালের রঘুনাথপুরে গিয়েছিলেন। সেখানে কয়েকদিন ধরে নাম সংকীর্তন, ব্রাহ্মণ ভোজন চলছিল। গত সোমবার সন্ধ্যায় সেখানে ভগবদ্গীতা পাঠের পর এক শিষ্যকে নিয়ে গ্রাম ঘুরতে বেড়িয়েছিলেন। তখনই একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ।
হিরণ্ময় মহারাজের এই আক্রান্ত হওয়ার খবর পেয়ে তাঁকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আইনজীবী মারফৎ পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন আইনজীবী।