বুধবার পর্যন্ত কোনও পদক্ষেপ নয় অর্জুন সিংযের বিরুদ্ধে, মৌখিক নির্দেশ আদালতের

Featured Video Play Icon

২৬ মার্চ গুলিবোমাবাজির মামলায় হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং। কারণ, শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়েছেন বুধবার পর্য়ন্ত কোনও ধরনের পদক্ষেপ গ্রহণ করা যাবে না ব্যারাকপুরের এই প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। শুক্রবারে এই মামলার শুনানির পর প্রাক্তন সাংসদের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানান, আদালতের এই নির্দেশ মৌখিক হলেও স্পষ্ট জানানো হযেছে রাজ্যের কোনও এজেন্সি কোনও ধরনের পদক্ষেপ করতে পারেব না অর্জুন সিংয়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, একই সঙ্গে তিনি এও জানান, সামনে রামনবমী। আর এই রামনবমীকে কেন্দ্র করে যে সব অনুষ্ঠান রয়েছে তাতে অংশও নিতে পারবেন ব্যারাকপুরের প্রাক্তন এই সাংসদ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের মৌখিক নির্দেশ দিয়েছিলেন, গত বুধবার পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। অর্জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, বাড়িতে বোমাবাজি হয়েছে, অথচ তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

এরপর গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলিবোমাবাজির ঘটনা ঘটে। উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনের এলাকা। ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন জখম হন। তৃণমূলের অভিযোগ ছিল, জখম হওয়া যুবক তাদের দলের কর্মী। অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ।  পাল্টা অর্জুনের দাবি, তৃণমূল মিথ্যা অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =