ওয়াকফ বিলের প্রতিবাদে রাস্তায় সংখ্যালঘু সংগঠনের সদস্যরা

ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতায় প্রতিবাদবিক্ষোভে নামলেন রাজ্যের সংখ্যালঘু সংগঠনের সদস্যরা। ইতিমধ্যে গোটা দেশজুড়েই ওয়াকফ বিল নিয়ে চড়ছে উত্তাপ। এর আঁচ পড়ল বঙ্গেও। তারই জেরে শুক্রবার, পার্ক সার্কাসের সেভেন পয়েন্টসে ওয়াকফ (সংশোধনী) বিলের বিরুদ্ধে বিক্ষোভে নামতে দেখা গেল শহর তথা রাজ্যের সংখ্যালঘুদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহর তথা রাজ্যের একাধিক সংখ্যালঘু সংগঠনের তরফে ওই এলাকায় আয়োজন করা হয়েছিল একটি সভার। সেখানে অনেকটা সময় ধরেই চলে কেন্দ্রের ওয়াকফ (সংশোধনী) বিল বিরোধী আলোচনা। তারপর সভা শেষে পথে বিক্ষোভে নামেন সেই সংখ্যালঘু সংগঠনের সদস্যরা। বিল প্রত্যাহারের দাবিতে পাক সার্কাস সেভেন পয়েন্টস কার্যত অবরুদ্ধ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্য়েই ওই এলাকায় নামানো হয় পুলিশ ও ব়্যাফ।

উল্লেখ্য, বুধবার গভীর রাত অবধি লোকসভায় আলোচনা চলার পর পাস হয় ওয়াকফ (সংশোধনী) বিল। একই কায়দায় ২৪ ঘণ্টার মধ্য়ে সংসদের উচ্চকক্ষেও ১২৮ ভোট নিয়ে গভীর রাতে পাস হয়ে যায় এই সংশোধনী বিল। এরপর শুধু একটা সই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পেন ঠেকালেই বদলে যাবে ৭০ বছর পুরনো ওয়াকফ আইনের রীতি নীতি। আর তার আগেই দেশজুড়ে নতুন সংশোধনী বিলের বিরুদ্ধে সুর চড়াল সংখ্যালঘুরা। একই ভাবে পারদ চড়িয়ে নতুন বিলের বিরোধিতা করতে দেখা গিয়েছে বিরোধী নেতাদেরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 16 =