রামনবমীর সকালে ঠাকুরপুকুরে দুর্ঘটনা

রামনবমীর সকালে ঠাকুরপুকুরে ঘটে গেল বড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে কালো রংয়ের একটি গাড়ি। এরপর সাত-আটজনকে পরপর ধাক্কা। তারপর নানা জায়গায় একের পর এক ধাক্কা লাগায় কার্যত দুমড়ে-মুচড়ে যায় সেটি। ততক্ষণে সাধারণ মানুষ ধরে ফেলে গাড়িটিকে। এরপরই ভিতর থেকে বেরিয়ে এলেন তিনজন, যার মধ্যে দু’জন মহিলা ও একজন পুরুষ। আর ছিলেন গাড়ির চালক।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রথমে গাড়িটি হাসপুকুর এলাকায় ২ থেকে ৩ জনকে ধাক্কা মারে। এরপর চলন্ত গাড়ি ঢুকে পড়ে ঠাকুরপুকুর বাজারে। সেখানে আট থেকে ন’জনকে ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই সাধারণ মানুষ ধরে ফেলে ওই গাড়িটিকে। শুরু হয় তুমুল হই-হট্টগোল। গাড়ির দরজা খুলে ওই দুজন মহিলা এবং পুরুষকে বের করে আনেন স্থানীয় মানুষজন। তাঁদের অভিযোগ, প্রত্যেককেই মদ্যপ অবস্থায় ছিল।

স্থানীয় বাসিন্দারা বলছেন, একে রবিবার। সেই কারণে বাজারে ভিড় ছিল। এর মধ্যেই ধাক্কা মারে গাড়িটি। জানা যাচ্ছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হঠাৎ কালো গাড়িটা বাজারে ঢুকে আসে। তারপর ধাক্কা দিতে শুরু করে। এরপর পালানোর চেষ্টা করলে আমরা ধরে ফেলি। পুলিশ এসেছে। শুনছি অনেকে আহত হয়েছেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + nineteen =