ফের পথ দুর্ঘটনা কলকাতায়, মৃত ১

কলকাতার বুকে ফের পথ দুর্ঘটনা। আর তাতে মৃত্যু হল এক স্কুটি আরোহীর। সোমবার দুর্ঘটনাটি ঘটে চিংড়িঘাটায়। স্থানীয় সূত্রে খবর, স্কুটিতে ধাক্কা মারার পর ওই আরোহীর মাথার উপর দিয়ে চলে যায় একটি সরকারি বাস। মৃত ব্যক্তির নাম হরিমোহন রাজবংশী। হরিমোহনের বাড়ি রাজারহাট-গোপালপুরের অরবিন্দপল্লিতে। পাশাপাশি এও জানা গেছে, স্কুটিটি চালাচ্ছিলেন অরুণ রায় নামে এক ব্যক্তি। তিনি সামান্য আহত হন। দুর্ঘটনার পর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

এদিন প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর একটা ১৫ মিনিট নাগাদ ওই দু’জন স্কুটিতে করে শান্তিনগর থেকে চিংড়িঘাটা হয়ে গড়িয়ার দিকে যাচ্ছিলেন। এরপর ইএম বাইপাস চিংড়িঘাটা রোডে স্কুটিটি উঠলে একটি সরকারি বাস স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার প্রতিঘাতে বছর পঁয়ষট্টির হরিমোহন রাস্তার উপর পড়ে যান আর অরুণ রায় রাস্তার ধারে পড়েন। এরপর হরিমোহনের মাথার উপর দিয়ে চলে যায় সরকারি ওই বাস।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা হয়। কিন্তু, দুর্ঘটনা রুখতে কোনও পদক্ষেপ করা হয়নি। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যানজট হয়। প্রগতি ময়দান থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে আইনশৃঙ্খলা সামাল দিতে ঘটনাস্থলে রয়েছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ও বেলেঘাটা ট্র্যাফিকের একাধিক পুলিশকর্মী।

বিধাননগর পুলিশের ডিসি অনীশ সরকারও দুর্ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, ‘এখানকার ট্র্যাফিক দেখে কলকাতা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখি আমরা। একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। লোকজনদের সঙ্গে পুলিশকর্মীরা কথা বলছেন। যা সমস্যা রয়েছে, আইন অনুসারে যতটা সম্ভব করার চেষ্টা করব।’

প্রসঙ্গত, ২ দিন আগে সল্টলেকের ওয়েবেল মোড়ে সাঁতরাগাছি থেকে বারাসত রুটের একটি বাসের ধাক্কায় এক তরুণীর মৃত্যু হয়। ওই তরুণী তথ্যপ্রযুক্তি কর্মী ছিলেন। পিছন থেকে ধাক্কা মারার পর তরুণীর মাথায় উঠে যায় বাসের চাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =