বৃহস্পতিবার থেকেই সব জেলাতেই ঝড়-বৃষ্টি। তবে কোথাও কম,কোথাও বেশি। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে। তাপপ্রবাহের মধ্যে এমনই এক আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে এও জানানো হয়েছে, ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য ও বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। যা আগামী ২৪ ঘণ্টায় এটি আরও বেশি ঘনীভূত হবে। ধীরে ধীরে এটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। যার জেরে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি বাড়বে ১০ এপ্রিল থেকে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতে। তবে পশ্চিমের জেলাগুলিতে এর সম্ভাবনা বেশি থাকবে।
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারও ৯ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা থাকছে। শুক্রবারও ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের ছয় জেলাতে। শুক্রবার থেকে আবার উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।
অন্যদিকে বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৫০ থেকে ৯০ শতাংশের মধ্যে। চলতি সপ্তাহে ঝড়-বৃষ্টি হতে পারে কলকাতাতেও। সপ্তাহান্তে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেহে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে।