আলট্রাভায়োলেট; প্রকাশ করল বিশ্বের সবচেয়ে উন্নত বৈদ্যুতিক স্কুটার ‘টেসাব়্যাক্ট’

Featured Video Play Icon
কলকাতার বাজারে এল  ‘ফাস্টেস্ট ইন্ডিয়ান মোটরসাইকেল’।  প্রকাশ করল দুটো নতুন প্রোডাক্ট, ‘টেসার‍্যাক্ট’-পৃথিবীর প্রথম র‍্যাডার ইন্টিগ্রেটেড বৈদ্যুতিক স্কুটার আর ‘শকওয়েভ’ – মোটরসাইকেল-  F77 MACH 2 আর F77 SuperStreet। এর নির্মাতা আলট্রাভায়োলেট। কলকাতার মাটিতে পা রাখার সঙ্গে ভারতের তেরোটা শহর জুড়ে জোরালো উপস্থিতির সঙ্গে আলট্রাভায়োলেটের অসাধারণ যাত্রার আরও এক মাইলফলক হয়ে দাঁড়াল।
কলকাতার বাজারে পা রাখার সঙ্গে সংস্থার তরফ থেকে ঘোষণা করা হল কলকাতার ক্রেতারা এবার আলট্রাভায়োলেটের প্রযুক্তিগতভাবে উন্নত এবং কর্মদক্ষতাভিত্তিক দুই চাকার গাড়ির অভিজ্ঞতা পাবেন। এই গাড়ি বহুকাল ধরে সারা দেশের ক্রেতাদের মুগ্ধ করে রেখেছে। ক্রেতা পরিষেবা আরও উন্নত করার অঙ্গ হিসাবে আলট্রাভায়োলেটও এবছর কলকাতায় তাদের অত্যাধুনিক এক্সপিরিয়েন্স সেন্টার প্রতিষ্ঠা করতে চলেছে। এই 3S এক্সপিরিয়েন্স সেন্টার সার্বিক মালিকানা পরিষেবা দেবে, যা কলকাতা এবং সংলগ্ন এলাকার ক্রেতাদের জন্য অতুলনীয় অভিজ্ঞতা নিশ্চিত করবে। একইসঙ্গে সংস্থার তরফ থেকে তাদের প্রোডাক্ট সম্পর্কে এও জানানো হয়,
শিল্পক্ষেত্রের সেরা ৩২৩ কিলোমিটারের IDC রেঞ্জ- এশিয়ার যে কোনো প্রোডাকশন বৈদ্যুতিক দুই চাকার গাড়ির সর্বোচ্চ রেঞ্জ।
o   শিল্পক্ষেত্রের নেতৃস্থানীয় ১০০এনএম টর্ক এবং ১৫৫ কিলোমিটার/ঘন্টার সর্বোচ্চ গতি।
o   ডায়নামিক স্টেবিলিটি কন্ট্রোল (DSC) আর ১০ লেভেলের রিজেনারেটিভ ব্রেকিং, ডুয়াল চ্যানেল ABS অ্যান্ড ট্র্যাকশন কন্ট্রোল – পৃথিবীর যে কোনো বৈদ্যুতিক মোটরসাইকেলে এই জিনিসগুলি এই প্রথম।
o   বিশ্বের প্রথম ৮০০,০০০ কিলোমিটার/৮ বছর ব্যাটারি ও ড্রাইভট্রেন ওয়ারেন্টি, সঙ্গে UV Care MAX প্রোগ্রাম।
সঙ্গে এও জানানো হয় যে, এবছর কলকাতায় একটা নতুন 3S এক্সপিরিয়েন্স সেন্টার চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + thirteen =