রামকৃষ্ণ মিশনের ‘সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’ প্রকল্পে চার কোটি টাকার অনুদান বন্ধন ব্যাঙ্কের

শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে রামকৃষ্ণ মিশনের ‘সেন্টার ফর হিউম্যান এক্সেলেন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস’, অর্থাৎ ‘বিবেক তীর্থ’ প্রকল্পে চার কোটি টাকার অনুদান দিল বন্ধন ব্যাঙ্ক। এই অনুদান তাদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার কর্মসূচির অংশ হিসেবে দেওয়া হয়েছে।
শুক্রবার, বেলুড় মঠে আয়োজিত এক অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দের হাতে অনুদানের চেক তুলে দেন বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থপ্রতিম সেনগুপ্ত। উপস্থিত ছিলেন মঠের অন্যান্য বিশিষ্ট সন্ন্যাসী ও বন্ধন ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মিশনের তরফে জানানো হয়, ‘বিবেক তীর্থ’ শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি হয়ে উঠবে একটি জ্ঞানকেন্দ্র। এখানে সমাজের উন্নয়নমুখী শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দক্ষতার প্রসারে দিশা মিলবে। বন্ধন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষা ও সক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, ‘দেশ গঠনের ভিত্তি হল শিক্ষা ও দক্ষতার প্রসার। প্রত্যেক নাগরিক যাতে শেখার সুযোগ পায়, নিজেকে গড়ে তুলতে পারে, এবং সমাজে গঠনমূলক ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত করাই আমাদের কর্তব্য। রামকৃষ্ণ মিশন সেই আদর্শেই দীর্ঘদিন কাজ করে চলেছে। তাদের এই অনন্য প্রয়াসের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
রামকৃষ্ণ মিশন বহুদিন ধরেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, আত্মশক্তি উন্নয়ন ও নৈতিক চরিত্র গঠনের লক্ষ্যে কাজ করে চলেছে। ‘বিবেক তীর্থ’ প্রকল্প সেই ধারা আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 8 =