গণতন্ত্রে প্রতিবাদ হতেই পারে, তবে তাণ্ডব নয়। কোনওভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। শুক্রবার এমনই বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা সহ রাজ্যের একাধিক জায়গায় সদ্য কার্যকর হওয়া ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ চলছে। কোথাও জ্বালিয়ে দেওয়া হচ্ছে গাড়ি, কোথাও পড়ছে বোমা। এমনই এক পরিস্থিতিতে বিশেষ বার্তা দিয়েছেন রাজ্যপাল। তিনি জানিয়েছেন, রাজ্য প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে তাঁর।
প্রসঙ্গত,শুক্রবার তাণ্ডবের ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদের সুতি থেকে দক্ষিণ ২৪ পরগনার আমতলায়। মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জে পরপর বোমার শব্দ শোনা যায় শুক্রবার বিকেলে। তাণ্ডবের মাঝেই গুলিবিদ্ধ হয়েছে এক কিশোর সহ দুজন। কে গুলি চালাল, তা স্পষ্ট নয়। অন্যাদিকে,আমতলায় রাস্তা অবরুদ্ধ হয়ে যায় শুক্রবার দুপুরের পর থেকে। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। এরপরই একটি ভিডিয়ো বার্তা দেন রাজ্যপাল। এই ভিডিও বার্তায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস জানিয়েছেন, তিনি রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন। অশান্তির খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে তাঁর গোপন বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে, সেই বৈঠকে ঠিক কী কথা হয়েছে, তা প্রকাশ্যে আনতে চাননি রাজ্যপাল। তিনি আরও জানান, শুক্রবারও রাজ্য প্রশাসনের সঙ্গে অশান্তির ব্যাপারে কথা হয়েছে তাঁর। মুখ্যসচিব মনোজ পন্থ তাঁকে জানিয়েছেন, রাজ্য কড়া ব্যবস্থা নিচ্ছে। রাজ্যপাল বলেন,‘প্রতিবাদ মেনে নেওয়া যায়, তবে তাণ্ডব নয়। রাজ্য পুরোপুরি প্রস্তুত। আইন ভাঙলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইন নিজের হাতে তুলে নেবেন না।’
এর পাশাপাশি রাজভবনের তরফ থেকে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধার্থে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। সূত্রের খবর,সীমান্তবর্তী এলাকায় অশান্তি হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল।
এদিকে, রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, সুতি ও সামসেরগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। ভুল তথ্য ছড়ালে পুলিশ ব্যবস্থা নেবে বলেও বার্তা দেওয়া হয়েছে।