অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। এই উদ্বোধন অনুষ্ঠান নিয়ে প্রস্তুতি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। নবান্ন সূত্রে খবর, বুধবার এই প্রস্তুতি বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেল সাড়ে পাঁচটা থেকে নবান্ন সভা ঘরে এই বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এ খবরও মিলছে,জগন্নাথ মন্দির নিয়ে তৈরি করা ট্রাস্টের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা গিয়েছে, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে কীভাবে প্রস্তুতি নেওয়া হবে তা নিয়ে এ পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। ১০ থেকে ১৫ হাজার ভক্তদের সমাগম হতে পারে এই উদ্বোধন অনুষ্ঠানে। আসবেন একাধিক ভিভিআইপিও। এই সমস্ত বিষয়ে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বৈঠকে একাধিক দফতরের সচিব ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে নবান্ন।