নিউটাউন গোল বিল্ডিংয়ের সামনে দুর্ঘটনা।গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার পয়লা বৈশাখের দিন সাড়ে তিনটে নাগাদ নিউটাউন গোল বিল্ডিংয়ের কাছে একটি চার চাকা গাড়ি দাঁড়িয়ে ছিল রাস্তার ধারে। সেই সময়েই একটি বাইক দ্রুতগতিতে আসছিল একই দিক থেকে। এদিকে আচমকা চার চাকা গাড়িটি দরজা খোলায় দরজায় ধাক্কা খেয়ে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়ে যান।
সেই সময়ে উল্টোদিক থেকে আসছিল একটি চারচাকা। তারই তলায় পিষ্ট হয়ে যান বাইক আরোহী। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে স্থানীয় বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকরা তাঁকে আর জি কর হাসপাতালে রেফার করেন। পরে আরজি কর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত বাইক আরোহীর নাম ব্রিজু তেলেগু ওরফে সুজন। তাঁর বাড়ি অসমে, নিউটাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীতে ভাড়া থাকত।