১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ ভূষণ রামকৃষ্ণ গাভাইয়ের

আগামী ১৪ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। আগামী ১৩ মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নিচ্ছেন। এরপর দিন শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি গাভাই।
আগামী ছয় মাস অর্থাৎ চলতি বছরের নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির পদে থাকবেন গাভাই। দলিত সম্প্রদায় থেকে দ্বিতীয় কোন ব্যাক্তি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসতে চলেছেন। ২০০৭ সালে কেজি বালাকৃষ্ণান প্রথম দলিত প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন।
মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা গাভাই ১৯৮৫ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন। মহারাষ্ট্র হাইকোর্টের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং বিচারক রাজা ভোঁসলের সাথে কাজ করেন তিনি।
এরপর ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বোম্বে হাইকোর্টে প্র্যাকটিস করেন। ১৯৯২ সালের আগস্টে তিনি বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে সহকারী সরকারি আইনজীবী এবং অতিরিক্ত সরকারি আইনজীবী হিসাবে নিযুক্ত হন। বিচারপতি গাভাই ২০০৩ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালে স্থায়ী বিচারক হন। ২০১৯ সালে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন।
সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে, বিচারপতি গাভাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রায়ের অংশ ছিলেন। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের নোটবন্দির সিদ্ধান্তকে বহাল রাখার রায় এবং নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার যেই রায় শীর্ষ আদালত দিয়েছে তার অংশ ছিলেন গাভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =