মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে জোড়া আবেদন হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। এর পাশাপাশি হিংসায় আক্রান্তরা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসেও একটি রিট পিটিশন দাখিল করেন। আদালত সূত্রে খবর, দুটি আবেদনেরই শুনানি বৃহস্পতিবার হওয়ার সম্ভাবনা।
ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উত্তপ্ত মুর্শিদাবাদের একাধিক এলাকা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন এমনটাই জানান হয়েছে সরকারি সূত্রে। পাশাপাশি ভাঙচুরের ঘটনা ঘটেছে । যার জেরে আতঙ্কে অনেকে এখনও ঘরছাড়া। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে ময়দানে নামে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে এলাকায় রয়েছে আধাসেনাও। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এই প্রসঙ্গে এডিজি এও জানান, এখনও পর্যন্ত ২২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল এবং আইনজীবী সংযুক্তা সামন্ত। এনআইএ তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চান তাঁরা। তাঁদের আরও বক্তব্য, মুর্শিদাবাদে ৩০০ পরিবার ঘরছাড়া। তাঁদের ঘরে ফেরাতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়ার আবেদনও জানানো হয়। এরপরই মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
আবার মুর্শিদাবাদে একাধিক আক্রান্ত পরিবারের সদস্যরা এনআইএ তদন্তের দাবি জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছেন এদিন। সুতি, ধুলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকার বেশ কয়েকজন বাসিন্দা মামলা করেছেন। মুর্শিদাবাদে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে তাঁদের বক্তব্য, পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। এসপিকে ইমেল করেও কোনও জবাব পাওয়া যায়নি। তাই এবার উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবারও এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।