মাস শেষে প্রধানমন্ত্রীর হাতে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো উদ্বোধনের সম্ভাবনা    

২০২৪-এর ৬ মার্চ প্রধানমন্ত্রী গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  এসপ্ল্যানেড থেকে মেট্রোয় চেপে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে গিয়েছিলেন হাওড়া ময়দানে। এবার এই রুটেই শিয়ালদহ- এসপ্ল্যানেড মেট্রো পথ যোগ হতে পারে তাঁরই হাতে, অন্তত এমনটাই সূত্রে খবর। সঙ্গে এও জানা যাচ্ছে, চলতি মাসের শেষ সপ্তাহে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর আগামী ২৪ এপ্রিল তিনি রাজ্যের একাধিক রেল প্রকল্পের সূচনা ও উদ্বোধন করতে পারেন তিনি। যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি মেট্রো রেল প্রকল্পও।
যদিও মেট্রো রেলের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে,এখনই চালু হচ্ছে না এই মেট্রো পথ।বউবাজারে সুড়ঙ্গ বিপর্যয়ের কারণে দীর্ঘ সময় পেরিয়ে যায় এই ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করতে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়তে দীর্ঘ সময় লেগে গেল। একটা সময় প্রকল্প কার্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। দীর্ঘ পাঁচ বছরের চেষ্টায় সেই সমস্যা কাটিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যেও এখন মেট্রো ছোটার অপেক্ষায়। গত কয়েকমাস ধরে সেখানে চলছে ‘ট্রায়াল রান’। এখনও অবশ্য ওই অংশের অগ্নিসুরক্ষা সংক্রান্ত ছাড়পত্র মেলেনি। এরই মধ্যে শীঘ্রই এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশে কমিশনার অফ রেলওয়ে সেফটি পরিদর্শন সারবেন বলে জানা গিয়েছে। তাঁদের অনুমতি এসে গেলে, আগামী মাস থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো যাত্রী পরিষেবা শুরু করে দিতে পারে।
অন্যদিকে নোয়াপাড়া থেকে জয়হিন্দ (এয়ারপোর্ট) পর্যন্ত মেট্রোর জন্য পরিকাঠামো নির্মাণের কাজও শেষ। এই অংশ চালু হলে কবি সুভাষ-দক্ষিণেশ্বর মেট্রো রুটের যাত্রীরা নোয়াপাড়ায় নেমে দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড হয়ে এয়ারপোর্টে পৌঁছে যেতে পারবেন। এই মেট্রো রুট চালু হলে বিমানবন্দরে যাওয়া-আসা অনেকটাই সহজ হবে। একইভাবে রুবি-বেলেঘাটা অংশেও মেট্রো ছোটা সময়ের অপেক্ষায়। দীর্ঘদিন ধরে সিআরএস ছাড়পত্র পেয়েও এই লাইনে মেট্রো ছোটা শুরু হয়নি। এবার তা হলে কবি সুভাষে নেমে বেলেঘাটা পর্যন্ত চলে আসা যাবে সহজে। বেলেঘাটা পর্যন্ত এই রুট সম্প্রসারিত হলে যাত্রীসংখ্যা বাড়বে বলেই মনে করছেন মেট্রোর কর্তারা। যদিও কোন কোন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী করবেন তা এখনও নিশ্চিত করে জানায়নি রেল মন্ত্রক। প্রধানমন্ত্রীর দফতর থেকেও রেলকে সুর্নিদিষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − thirteen =