দক্ষিণেশ্বর লাইনে মেট্রোবিভ্রাট। একই লাইন দুটি মেট্রো ঢুকে যাওয়ায় ৬:১০ থেকে দমদমে আটকে মেট্রো।
অফিস ছুটির ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট হওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তিতে যাত্রীরা, তার উপর বিকেল থেকেই কলকাতায় শুরু হয়েছে আকাশভাঙা বৃষ্টি। সবারই ছিল বাড়ি ফেরার তাড়া! এদিকে এই সময়ে মেট্রো আটকে থাকায় চরম হেনস্থায় সাধারণ যাত্রী থেকে অফিস-ফেরতা যাত্রীরা। এর আগে জানুয়ারি মাসেও দক্ষিণেশ্বরের ডাউনলাইনে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়, পরপর দেরিতে চলে একাধিক মেট্রো পরিষেবা। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের।