পার্কস্ট্রিটের বহুতলে আগুন। ভস্মীভূত এক নামী মিষ্টির দোকান। মনে করা হচ্ছে এই দোকানের পিছনে থাকা রান্নাঘরেই আগুন লাগে। তবে ওই মিষ্টির দোকানের কর্মীদের অবশ্য দাবি, আগুন লেগেছে এসি থেকে। তারপর তা ছড়িয়ে পড়ে বাকি অংশে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে দমকলকর্মীদের।
আগুন লাগারঘটনা সামনে আসার পরই কুইন্স ম্যানসন থেকে বাসিন্দাদের নামানো হয়। এদিকে দমকল কারমীদের কাছে যেটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় তা হল, আগুনের শিখা নজরে আসছিল না তাঁদের। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভয়াবহতা রুখতে আগুন লাগার অংশ খুঁজতে থাকেন দমকলকর্মীরা। ধোঁয়ার তীব্রতা এতটাই বেশি যে মাস্ক পরে ভিতরে ঢুকতে হয়েছে দমকলকর্মীদের। আপাতত দমকল কর্মীরা দু’ভাগে ভাগ হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একইসঙ্গে কালো ধোঁয়া কমানোরও চেষ্টা চলতে থাকে। তাঁরা গ্রাউন্ড ফ্লোরে জল স্প্রে করার পাশাপাশি উপরে উঠে দেখার চেষ্টা করেন, কোথাও আগুন জ্বলছে কিনা বা পকেট ফায়ার আছে কিনা।
এনিয়ে কুইন্স ম্যানসনের এক বাসিন্দা জানান, তিনি ও তাঁর স্ত্রী টিভি দেখছিলেন, আগুন দেখে নিচে নেমে আসেন। ইমার্জেন্সিতে ফোন করে খবর দেন দমকলকে। বেশ কিছুক্ষণ পর কর্মীরা আসেন।