আবেগের জোয়ারে ভেসে সন্দেশখালির বাসিন্দারাও এলেন ব্রিগেডে

বৈশাখের মেঘলা রবিবারের সকালে যেন এক অন্য উত্তাপ ছড়িয়ে গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুদূর সুন্দরবন অঞ্চলের নোনা মাটির  গ্রাম সন্দেশখালিতে। যে সন্দেশখালি কয়েকদিন আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল শেখ শাহাজাহাকে নিয়ে। সন্দেশখালির স্বঘোষিত বাদশা গ্রেফতারের পরেও  ধমকানি চমকানির ঘটনা ঘটতে শোনা গেছে প্রায়ই। তবে এদিন সকাল থেকে সন্দেশখালির ছবিটা বড়ই আলাদ। দিকে দিকে আওয়াজ ওঠে, ১০০দিনের কাজের বকেয়া দাও, ১০০দিন নয় বছরে ২০০দিন কাজ দাও, আমফানের ক্ষতিপূরণ দাও, দৈনিক ৬০০টাকা মজুরি দাও, ভঙ্গুর নদীবাঁধ মেরামত করো,বাংলার বাড়ি প্রকল্পে প্রকৃত উপভোক্তাদের পাকা ছাদযুক্ত ঘর দাও। এমনই অসংখ্য দাবির সমর্থনে স্লোগান তুলে বাস, ছোট গাড়ি, ট্রেনে চেপে ব্রিগেডমুখী হতে দেখা গদেল শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের। কৃষক ক্ষেতমজুর শ্রমিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেল, বসিরহাট মহকুমার ১০টি ব্লক থেকে ৮-৯হাজার মানুষ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন। এঁদের বাহন বলতে ছিল  ৯০-১০০টি ছয় চাকার  বাস, দেড়শোরও বেশি  চার চাকার ছোট গাড়ি এবং হাসনাবাদ শিয়ালদহগামী ট্রেন। যেখানে যাত্রী হিসেবে নজরে এসেছে  শ্রমজীবী, প্রান্তিক কৃষক, খেতমজুর ছাত্র যুব মহিলা সহ সমাজের অন্যান্য অংশের মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + two =