শহরের বুকে ভয়াবহ আগুন। রবিবার রাতে আগুন লাগে পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের চারতলায়। এরপর আগুন গ্রাস করে ওই বিল্ডিংয়ের গোটা চারতলাকে। আগুনের খবর পেতেই দমকলের ১০টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এই অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর,রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে ৬৫ /এ পাথুরিয়াঘাটা স্ট্রিটে। এই কমার্শিয়াল বিল্ডিং-এর চারতলায় রয়েছে কাপড়ের গুদাম। বিল্ডিংয়ের ভিতরে সেই সময় যারা ছিলেন,আগুনে তারা আটকে পড়েন। তবে তারা চেষ্টা চালিয়েছিলেন ছাদে চলে যাওয়ার। কিন্তু তা কাজে আসেনি ছাদের দরজায় তালা দেওয়া থাকায়। ফলে চেষ্টা করেও বের হতে পারেননি ওই বহুতল থেকে।
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ১০টি ইঞ্জিন। দমকল কর্মীরা জানান, সংকীর্ণ গলি হওয়ায় দমকলেরও ঢুকতে সমস্যা হচ্ছিল। পরে ১০টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। সকাল থেকে বিল্ডিংটি কুলিংয়ের কাজ শুরু হয়। তবে এরই মাঝে ওই বিল্ডিং থেকে রবিবার রাতেই পুলিশ তিনজনকে উদ্ধার করেছিল। আগুনের ধোঁয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন দুইজন। এ দিন সকালে তাঁদের উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাদের মৃত্য়ু হয়। মৃতদের নাম কিষাণ লাল উপাধ্যায় (৫৮) ও সুনীল কুমার শর্মা (৪৮)। দুইজনেই রাজস্থানের বাসিন্দা। এদিকে কী কারণে বা কোথা থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।