ভাবমূর্তি স্বচ্ছ রাখতে প্রচারে ঝাঁঝ বাড়ানোর নির্দেশ তৃণমূল হাইকম্যান্ডের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সামনে রেখে রাজ্যজুড়ে প্রতি ব্লকে ব্লকে প্রচারে নামার সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। বিভিন্ন ইস্যুতে বারবার বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে। এই অবস্থায় দলের বার্তা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সরাসরি বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে তোপ দাগতেও দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে। এদিকে ২৬-এর বিধানসভা ভোটে তৃণমূল বনাম বিজেপি সরাসরি লড়াই হতে চলেছে। এই অবস্থায় বিজেপি শিবির সরাসরি যে ভাবে আগ্রাসী রাজনৈতিক প্রচারে গিয়েছে তাতে এবার শাসক দলের নেতা ও কর্মীদের সরাসরি প্রচারে নামতে নির্দেশ দেওয়া হয়েছে। দলের একাংশের মতে দলীয় প্রচারে সরাসরি ও সোশ্যাল মিডিয়ায় একাংশ কার্যত নীরব। মুর্শিদাবাদের ঘটনা ঘিরে যে ভাবে দেশ জুড়ে বিজেপি প্রচার চালাচ্ছে তাতে শাসক দল মনে করছে দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে নেতা-কর্মীদের সক্রিয় হতে হবে এখন থেকেই। একইসঙ্গে তৃণমূল হাই কম্যান্ডের তরফ থেকে এসেছে আরও বেশ কয়েকটি নির্দেশ। যার মধ্যে রয়েছে, নিজের ছবি, কর্মসূচির ছবি, নেতার সঙ্গে ছবি ১০০ বার পোস্ট করুন। কিন্তু তার সঙ্গে দল ও দলের শীর্ষ নেতৃত্বর বক্তব্য পোস্ট করা হোক, শেয়ার করা হোক। একইসঙ্গে এও বলা হয়েছে, শুধু নিজেদের ভাল ছবি নয়। বিরোধীদের সমস্ত কুৎসার জবাব ময়দানে নেমে ও সোশ্যাল মিডিয়ায় জবাব দিতে হবে। প্রতি ইস্যু ও প্রতি পয়েন্টে জবাব দিতে হবে। যে ইস্যুতে মানুষের কিছু সাময়িক বিভ্রান্তি, সেখানে কড়াভাবে দলের লাইনে যুক্তি দিতে হবে। অপ্রিয় ইস্যুতেও দলের হয়ে ব্যাটন ধরতে হবে। আর প্রচারে ঝাঁঝ আরও বাড়াতে হাইকম্যান্ডের তরফ থেকে স্পষ্ট নির্দেশ, বিতর্কিত ইস্যুতে দল যে গাইড লাইন তৈরি করে দেবে তা নিয়ে প্রচারে খামতি রাখা যাবে না। এখানেই শেষ নয়, সঙ্গে এও বলা হয়েছে, হঠাৎ তৈরি হওয়া ইস্যুতে লাগাতার বিরোধীদের পাল্টা তথ্য, যুক্তি, তুলনামূলক ছবি দিতে হবে। এর পাশাপাশি – সরকারের উন্নয়নমূলক কর্মসূচি আর কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রচার সব জায়গায় করতে হবে।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ জানান,’মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে, দলের অবস্থান। আবার সাধারণ মানুষ কী বোঝাতে চাইছেন তার একটা রূপরেখা পাওয়া যাবে ৷ পাশাপাশি বর্তমান সময়ে অত্যন্ত বেড়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। তাই সেখানেও গুরুত্ব দিতে হবে প্রচারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 2 =