স্কুলে স্কুলে যোগ্য শিক্ষকদের যাবতীয় তথ্য তলব রাজ্যের

স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানোর পর এবার প্রধান শিক্ষকদের কাছ থেকে তাঁদের নিয়োগের যাবতীয় তথ্য চেয়ে পাঠাল রাজ্য সরকার। যাতে এই তালিকায় যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ না থাকে। সূত্রে খবর,যে সব তথ্য রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হয়েছে সেখানে রয়েছে  শিক্ষকের নাম এবং তাঁদের পদ। সঙ্গে জানাতে হবে এসএসসি দেওয়া অনুমোদন পত্রের নম্বর ও তারিখও। এরই পাশাপাশি জানাতে হবে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগ পত্রের মেমো নম্বর ও তারিখ। এছাড়াও জানাতে হবে শিক্ষক শিক্ষিকাদের এমপ্লয়ি কোড। সঙ্গে উল্লেখ করতেই হবে কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআই-দের কাছে যে তালিকা পাঠিয়েছিল তাতে আদৌ তাঁর নাম আছে কিনা সে ব্য়াপারেও। এছাড়াও জানাতে হরবে শিক্ষকদের কোনও ট্রান্সফার হয়েছে কিনা সেই সংক্রান্ত নথি। পাশাপাশি বদলি হওয়া স্কুলের সমস্ত নথিও জমা দিতে হবে।
প্রসঙ্গত, শুধু শিক্ষক নয় গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও এই তথ্য পাঠাতে হবে। দ্রুত এই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে পরিদর্শকদের তরফে একটি বিশেষ ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =