কাঁথিতে শুভেন্দুর সভা চেয়ে মামলা করেননি বলে দাবি কাঁথির হিন্দু মহাসম্মেলন সংগঠনের সভাপতির 

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে হিন্দু ধর্মসভা করতে চেয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছিল, তাতে নাকি সভাপতির হয়ে অন্য কেউ সই করেছেন।, এমনটাই অভিযোগ কাঁথির হিন্দু মহাসম্মেলন সংগঠনের সভাপতি রামেশ্বর বেরার। এরপরই সই করা ওকালত নামা-সহ সমস্ত কাগজপত্র দিল্লি সিএফএসএল-এ পাঠানোর নির্দেশ দিতে দেখা যায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষকে।
আদালত সূত্রে খবর, মিছিলের অনুমতি চেয়ে ডিএম, পুলিশ সুপারকে চিঠি পাঠান হিন্দু সংগঠনের সভাপতি রামেশ্বর বেরা। সেই সভার অনুমতি না পাওয়ায় রামেশ্বর বেরা-সহ পাঁচজন হাইকোর্টের দ্বারস্থ হন। তবে নাটক অপেক্ষা করছিল অন্য ভাবে। মামলা চলাকালীন তিনি দাবি করেন ওয়াকালত নামাতে তাঁর হয়ে অন্য কেউ সই করেছে। এই মামলা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এরপরই এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য সমস্ত কাগজপত্র দিল্লির সিএফএসএলে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেখান থেকে রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিচারপতি।
এদিকে ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দিরের। উদ্বোধনের কর্মসূচিকে রাজ্য তো বটেই, জাতীয় এমনকি, আন্তর্জাতিক স্তরেও ‘মেগা ইভেন্ট’-এর রূপ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে নবান্ন সভাঘরে সেই সংক্রান্ত প্রস্তুতি বৈঠকে রাজ্যের প্রশাসনিক প্রধান বেশ কিছু নির্দেশও দেন। আগেই ঠিক ছিল, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ৩০ এপ্রিল। ২৯ তারিখ হবে যজ্ঞের অনুষ্ঠান। এদিকে ওই দিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু অধিকারী। কিন্তু পুলিশের অনুমোদন মিলছে না বলে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − six =