সপ্তাহের শুরুতে সমস্য়া মেট্রোয়

সপ্তাহের শুরুতে ফের সমস্যা দেখা দিল কলকাতা মেট্রোয়। সোমবার সকাল ৯টার কিছু পর থেকেই আপ এবং ডাউন লাইনে অনিয়মিত ভাবে মেট্রো চলছিল। বিভিন্ন স্টেশনে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েও থাকে। ফলে ভোগান্তির মধ্যে পড়েন নিত্যযাত্রীরা। আপাতত ট্রেন চলাচল তুলনামূলক স্বাভাবিক হলেও কী কারণে এমন সমস্যা হয়েছিল তা স্পষ্ট নয়।
অফিল টাইমে অফিস যাত্রীদের ভিড় হবে এটাই স্বাভাবিক। বাস, অটোতে তো বটেই, মেট্রোতেই আজকাল তিন ধারণের জায়গা থাকে না। সে ক্ষেত্রে মেট্রো বিভ্রাট হলে আমজনতা কতটা সমস্যার মধ্যে পড়তে পারে তা সহজেই অনুমেয়।  এদিন তেমনই পরিস্থিতি তৈরি হয়। অনিয়মিত পরিষেবার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের নজরে আসে ঠাসা ভিড়।
এদিন মেট্রো চলাচল দেরিতে নয়,বিভিন্ন স্টেশনে ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েও থাকে। কিন্তু অল্প সময়ের মধ্যে মেট্রো কর্তৃপক্ষর তরফে ঘোষণা করা হয়, পর পর গাড়ি রয়েছে। যাত্রীরা যাতে অহেতুক কোনও স্টেশনে ভিড় না করেন। স্বাভাবিকভাবেই মেট্রো ঠিকঠাক না পেয়ে বাস, অটোকেই বেছে নেন মানুষ।
এদিকে রবিবারই ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় ঘোষণা করেছে কর্তৃপক্ষ। করিডরের শেষ ২.৬ কিলোমিটার অংশ শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের উদ্বোধন কবে, তা নিয়ে জল্পনা ছিল। তবে সূত্রের খবর, এই মাসেই তার উদ্বোধন হতে পারে এবং তা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য গ্রিন লাইনে সিগনাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলেছে। সিগন্যালিং ব্যবস্থাও উন্নত করার চেষ্টা হচ্ছে অন্যান্য লাইনের থেকে।
কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)-এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল, মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার-সহ অন্য আধিকারিকেরাও জানিয়েছেন, সব ঠিক থাকলে খুব শীঘ্রই গ্রিন লাইনের এই অংশে পরিষেবা চালু করা সম্ভব হবে। তার পর সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৫৫ কিলোমিটার পথে মেট্রো চালানোর কথা ভাবা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =

preload imagepreload image