বারংবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ তুলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের

সরকার আমাদের সাথে প্রতারণা করেছে আবার। সরকারের কোনো সদিচ্ছা নেই সমস্যার সমাধানের, এমনটাই দাবি  বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের।
এদিকে দফায় দফায় গত ১৬ এবং ১৮ই এপ্রিল প্রশাসনের একাধিক  উচ্চ আধিকারিকদের সাথে বৈঠক হয় পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের। এরপর গত ২১ শে এপ্রিল সাময়িকভাবে নবান্ন অভিযান স্থগিত রাখতে অনুরোধ করা হয় প্রশাসনের তরফ থেকে, বৈঠকে প্রশাসনের একটি মৌখিক আশ্বাস দিয়ে বলা হয় মুখ্যসচিব ও দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে নবান্নে একটি বৈঠক হবে এবং সরকারকে সুযোগ দেওয়া হোক সমস্যার সমাধানে। সঙ্গে এও জানানো হয়, যাতে পরবর্তীতে প্রয়োজনে  বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের সদস্যরা মুখ্যমন্ত্রীর সাথে বসে আলোচনার জন্য দাবি রাখতে পারে। শুধু তাই নয়, মুখ্যসচিব সমস্যার সমাধান না করতে পারলে তখন ঐক্য মঞ্চকে পরবর্তী  সিদ্ধান্ত নিতে বলা হয়। এরপরই বৈঠকের পর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ থেকে সাংবাদিকদের বলা হয় তাঁরা নবান্ন অভিযানের জন্য অনড় কিন্তু ১৯ শে এপ্রিল হঠাৎ করে তাঁরা লালবাজারে মেল করে জানায় প্রশাসনের অনুরোধে তাঁরা নবান্ন অভিযান সাময়িকভাবে স্থগিত রাখছে কারণ প্রশাসন থেকে বারংবার অনুরোধ করাতে। তবে এবার আবার তাঁরা সরকারের উপর আস্থা রাখতে পারছেন না। কারণ, ১৮ এপ্রিল থেকে  ২৯ এপ্রিল হয়ে গেলো, সরকার মন্দির উদ্বোধনে তৎপর কিন্তু মেধাসম্পন্নরা দিনের পর দিন দুর্নীতির কারণে ধর্নায় বসে, বঞ্চিতরা রাস্তার আন্দোলনে তবুও সরকারকে কোনও মানবিক পদক্ষেপ করতে দেখা যায়নি।  তাই আবারো লালবাজার সহ প্রশাসনের একাধিক উচ্চাধিকারিকদের  ২৯ এপ্রিল বেলা ১ টা নাগাদ মেল করে জানানো হয়, ‘গত বৈঠকে উচ্চ আধিকারিকদের আশ্বাস মতো আমরা নবান্ন অভিযান যেকারণে স্থগিত রেখেছি, সেই আলোচনার জন্য এখনো নবান্নে ডাকা হলো না। এবার আমরা আবারও এক সপ্তাহ সময় দিচ্ছি রাজ্য সরকারকে আলোচনার জন্য।দেখি সরকারের বোধোদয় হয় কিনা ।’
পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী,চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চের আহ্বায়ক আশিস খামরই বলেন , ‘এই সপ্তাহের মধ্যে নবান্ন থেকে যদি আমাদের সমস্যার সমাধানের জন্য ডাকা না হয়, তাহলে আমরা মৃত্যুকেও তুচ্ছ বলে মনে করি, এবার সর্বশক্তি দিয়ে নবান্ন অভিযানে ঝাঁপাবো।’
মঞ্চের অপর আহ্বায়ক শুভদীপ ভৌমিকের গলাতও একই সুর। তিনি জানান, ‘বঞ্চিতদের আওয়াজ আমরা মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরে সমস্যার সমাধান করতে উদ্যোগী কিন্তু, সরকার দায়সারা মনোভাব দেখাচ্ছে। সেই কারণে আমাদের এই নবান্ন অভিযান ছাড়া আর কোনো রাস্তা নেই।’
এরই পাশাপাশি মঞ্চের অন্যতম আহ্বায়ক দেবাশিস বিশ্বাস জানান, ‘চাকরিপ্রার্থী,চাকরিজীবী ও চাকরিহারাদের নিয়ে পশ্চিমবঙ্গে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে,আমরা সেটাই মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরে সমাধানের দিকে এগোতে চাই কিন্তু সরকারের পক্ষ থেকে চরম উদাসীনতাই প্রমাণ করছে আমরা সমাধান চাইলেও সরকার তা চায়না, তাই এবারে সমস্ত রকম কৌশল নিয়ে সাধারণ মানুষকে আহ্বান করছি যাতে নবান্ন অভিযানে আমাদের সাথে থাকেন, আমাদের পরিবার আজ অসহায়, আমরা দিনের পর দিন রাস্তায়,এভাবে আর সম্ভব নয়,সরকার বারংবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 11 =