দিঘায় মন্দির উদ্বোধনের দিন সভা করার অনুমতি শুভেন্দুর

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনেই কাঁথিতে হিন্দু ধর্মসভা করতে পারবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের তরফে শর্ত হিসেবে বলা হয়েছে, তিন হাজার লোক নিয়ে সভা করতে পারবেন বিরোধী দলনেতা। তার বেশি লোক রাখা যাবে না। তবে সরাসরি এই অনুষ্ঠানের উদ্যোক্তা শুভেন্দু নন। তবে তিনি ওই সভার প্রধান বক্তা।
৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চেয়েছিল সনাতনী মঞ্চ। তবে পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। ওই মামলাতেই এদিন সবা করার অনুমতি দেয় আদালত।
অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি জগন্নাথ মন্দিরের। উদ্বোধনের কর্মসূচিকে ঘিরে দিঘা জুড়ে সাজ সাজ রব। শুধু দিঘা নয়, এ ব্যাপারে রাজ্যজুড়ে একাধিক প্রস্তুতিও নিয়েছে শাসকদল। একই দিনে কাঁথির এই সভা নিয়ে আগে প্রশ্ন তুলেছিল পুলিশ। তবে আদালত জানিয়ে দিয়েছে, শর্ত মেনে সভা করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =