বন্ধন ব্যাঙ্ক ২০২৪-২৫ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করল। আর এই ঘোষণায় ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয় যে, ব্যাঙ্কের মোট ব্যবসা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২.৮৮ লক্ষ কোটি টাকায়। পাশাপাশি ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে রিটেল ব্যবসার পরিমাণ প্রায় ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয়েছে। আর এই ব্যবসা বৃদ্ধির পিছনে রয়েছে গত ত্রৈমাসিকে ব্যাঙ্কের বিস্তীর্ণ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, উন্নত পরিচালন দক্ষতা এবং অনুকূল ব্যবসায়িক পরিবেশ। একইসঙ্গে এও জানানো হয় যে, ২০২৪-২৫ আর্থিক বছরে ব্যাঙ্কের নিট লাভ দাঁড়িয়েছে ২,৭৪৫ কোটি টাকায়।
পাশাপাশি ব্যাঙ্কের তরফ থেকে এও জানানো হয় যে, ২০২৪-২৫ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত গত বছরের এই ত্রৈমাসিকের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ১.৫১ লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে। একই সময়ে মোট অ্যাডভান্স হল ১.৩৭ লক্ষ কোটি টাকা। বর্তমানে কাসা (কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট) অনুপাত দাঁড়িয়েছে ৩১.৪ শতাংশ। ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) যা কোনও ব্যাঙ্কের সুস্থিরতা প্রতিফলিত করে, বন্ধন ব্যাঙ্কের ক্ষেত্রে সিএআর এখন ১৮.৭ শতাংশ, যা নিয়ন্ত্রক নির্ধারিত প্রয়োজনীয় মাত্রার তুলনায় অনেকটাই বেশি।
ব্যাঙ্কের আর্থিক ফলাফল প্রসঙ্গে বন্ধন ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত জানান, ‘বন্ধন ব্যাঙ্কের পারফরম্যান্স আমাদের শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে—যার মধ্যে রয়েছে দৃঢ় গভার্নেন্স, সঠিক রিস্ক ম্যানেজমেন্ট এবং স্টেকহোল্ডারদের আস্থা। বন্ধন ব্যাঙ্ক ২.০-র পথে এগোতে, আমাদের মূল লক্ষ্য হল গ্রাহক-কেন্দ্রিক ও ডিজিটাল-প্রথম সমাধান প্রদান করা, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সম্প্রসারণ, অ্যাসেট ডাইভার্সিফিকেশন এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করে তোলা। এর মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদে মূল্য সৃজন ও ভবিষ্যতের উন্নয়নের শক্ত ভিত গড়ে তুলতে পারব।’ সঙ্গে এও জানান, বন্ধন ব্যাঙ্ক তার রিটেল ব্যবসা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে অ্যাসেট ডাইভার্সিফিকেশন ওপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি ব্যাঙ্ক উচ্চ উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধির জন্য বৃহত্তর ডিজিটাইজেশনের দিকে মনোনিবেশ করছে। এটি গ্রাহকের সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি ঘটাতে সাহায্য করবে।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, ভারতবর্ষে ৬,৩০০ টির বেশি ব্যাঙ্কিং আউটলেটের মাধ্যমে দেশের ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে ৩৫টি-তে ৩.১৫ কোটি গ্রাহককে পরিষেবা দেয় বন্ধন ব্যাঙ্ক। বর্তমানে ব্যাঙ্কে কর্মরত রয়েছেন ৭৫,০০০ এরও বেশি কর্মচারি।