বৃহস্পতিবার রাতে ভারতের একের পর এক আঘাতে নাজেহাল পাকিস্তান। অন্যদিকে বিদ্রোহ শুরু হয়ে গিয়েছে পাক সেনার অন্দরে। আর এবার আরও এক বিপাকে ইসলামাবাদ। অবিলম্বে স্বাধীনতা চাইছে বালোচিস্তান। আর এই আওয়াজ উঠেছে গত কয়েকদিন ধরেই। বালোচ বিদ্রোহীদের চাপে অস্থির পাক প্রশাসন।
বালোচিস্তানে অস্থির পরিস্থিতির মধ্যে বালোচ বিদ্রোহীরা যে কোনও সময় স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে বলেও শোনা যাচ্ছে। এক বালোচ বিদ্রোহীর সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা দাবি করা হয়েছে, তারা দ্রুত স্বাধীনতা দাবি করছেন। ভারতে একটি দূতাবাস খোলার আর্জিও জানাচ্ছেন তাঁরা। এমনকী রাষ্ট্রপুঞ্জের কাছে তাঁদের দাবি ডেমোক্র্যাটিক রিপাবলিক অব বালোচিস্তানের স্বাধীনতা ঘোষণা করতে হবে। বালোচিস্তানে শান্তিরক্ষা বাহিনীর উপস্থিতিও দাবি করছেন তাঁরা। পাকিস্তানের সেনা যাতে অবিলম্বে সরে যায়, সেটাই চান তাঁরা।
কীভাবে স্বাধীন বালোচিস্তানের সরকার গঠন করে ক্ষমতা নেওয়া হবে, সেই সব প্ল্যানও তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য গত কয়েকদিনে বারবার পাক সেনাকে নিশানা করে হামলা চালাচ্ছে বালোচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার সকালে পাক সেনার একটি গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেয়ছে বালোচ বিদ্রোহীরা।