মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল

মুখ থুবড়ে পড়ল পাকিস্তানের ছোড়া সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল। ফলে এই সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল হামলা করেও কিছুই করতে পারল না পাকিস্তান। সূত্রের খবর, উধমপুরকে লক্ষ্য করে সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল ফায়ার করেছিল পাক সেনা। কিন্তু, ভারতের বুকে আঘাত করার আগেই তাকে তছনছ করে দেয় ভারতের নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম। প্রসঙ্গত, বিগত ২৪ ঘণ্টায় ভারতের একাধিক সেনা ছাউনিসহ রাজস্থান, পঞ্জাব, কাশ্মীরের সীমান্তবর্তী এলাকাগুলিকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ছুড়তে থাকে পাকিস্তান। কিন্তু, ভারতে আক্রমণ শানানোর আগেই ধ্বংস হয়ে যায় সেগুলি। 

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সিএম৪০০ একেজি সুপারসনিক ব্যালাস্টিক মিসাইল ছুড়েছিল পাকিস্তান। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, বিশ্বের যে কয়েকটি সুপারসনিক ব্যালাস্টিক রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে চিনের তৈরি এই মিসাইল। তাই শেষ করে দিয়েছে ভারত। তা যে চিনের জন্যও বড় বার্তা তা আর বলার অপেক্ষা রাখে না। 

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানের সব চেষ্টাই কার্যত ব্যর্থ করে দেয় ভারতের সবচেয়ে মারাত্মক ডিফেন্স সিস্টেম এস৪০০। যা সেনা সুদর্শন বলে পরিচিত। সেই সুদর্শন চক্রেই বিধ্বস্ত পাক প্রতিরক্ষা ব্যবস্থার। তবে শুধু এস৪০০ নয়, মাঠে নামানো হয়েছে এল৭০, ⁠ জেডএসইউ২৩, শিখাকেও শত্রুর ছোড়া ড্রোন থেকে মিসাইল আটকাতে এদেরও জুড়ি মেলা ভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + twelve =